ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করে সিরিয়া ছেড়েছেন বাশার আল-আসাদ : রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ১২ বার

বিদ্রোহীদের তড়িৎগতির আন্দোলনের মুখে সিরিয়ার সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনার পর প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ ও সিরিয়া ছেড়ে চলে গেছেন বাশার আল-আসাদ। তবে সিরিয়া ছাড়ার আগে নিজ গন্তব্য সম্পর্কে কাউকে কোনও তথ্য জানাননি তিনি।

রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ ও দেশ ছাড়ার বিষয়ে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দেওয়ার পর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন বাশার আল-আসাদ।’’

সিরিয়ার এই প্রেসিডেন্ট বর্তমানে কোথায় রয়েছেন, সেই বিষয়ে বিবৃতিতে কোনও তথ্য জানায়নি রাশিয়া। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাশার আল-আসাদের দেশ ত্যাগের বিষয়ে আলোচনায় অংশ নেয়নি রাশিয়া। তবে তিনি দেশ ছেড়েছেন।

মন্ত্রণালয় বলেছে, ‘‘বাশার আল-আসাদ ও সিরীয় আরব প্রজাতন্ত্রের ভূখণ্ডে সশস্ত্র সংঘাতে অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনার ফল হিসেবে তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশনা দিয়ে দেশ ত্যাগ করেন।’’

‘‘রাশিয়া এই আলোচনায় অংশ নেয়নি।’’

সিরিয়ায় রাশিয়ার সামরিক সব ঘাঁটিকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বর্তমানে রুশ কোনও ঘাঁটিতে গুরুতর হুমকি নেই। রাশিয়া বলেছে, সিরিয়ার সব বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রাখছে মস্কো। একই সঙ্গে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে দুই সপ্তাহের কম সময়ের এক অভিযানে রোববার পতন ঘটেছে দুই যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক বাশার আল-আসাদের। এদিন বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ায় প্রাণ বাঁচাতে বিমানে করে পালিয়ে গেছেন তিনি। তবে তার গন্তব্য জানা না গেলেও সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

রোববার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় এইচটিএস বলেছে, ‘‘স্বৈরশাসক বাশার আল-আসাদকে সিরিয়ার ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। সব সিরীয় আজ মুক্ত এবং স্বাধীন। সিরিয়া দীর্ঘজীবী হোক।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

পদত্যাগ করে সিরিয়া ছেড়েছেন বাশার আল-আসাদ : রাশিয়া

আপডেট টাইম : ০৬:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

বিদ্রোহীদের তড়িৎগতির আন্দোলনের মুখে সিরিয়ার সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনার পর প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ ও সিরিয়া ছেড়ে চলে গেছেন বাশার আল-আসাদ। তবে সিরিয়া ছাড়ার আগে নিজ গন্তব্য সম্পর্কে কাউকে কোনও তথ্য জানাননি তিনি।

রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ ও দেশ ছাড়ার বিষয়ে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দেওয়ার পর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন বাশার আল-আসাদ।’’

সিরিয়ার এই প্রেসিডেন্ট বর্তমানে কোথায় রয়েছেন, সেই বিষয়ে বিবৃতিতে কোনও তথ্য জানায়নি রাশিয়া। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাশার আল-আসাদের দেশ ত্যাগের বিষয়ে আলোচনায় অংশ নেয়নি রাশিয়া। তবে তিনি দেশ ছেড়েছেন।

মন্ত্রণালয় বলেছে, ‘‘বাশার আল-আসাদ ও সিরীয় আরব প্রজাতন্ত্রের ভূখণ্ডে সশস্ত্র সংঘাতে অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনার ফল হিসেবে তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশনা দিয়ে দেশ ত্যাগ করেন।’’

‘‘রাশিয়া এই আলোচনায় অংশ নেয়নি।’’

সিরিয়ায় রাশিয়ার সামরিক সব ঘাঁটিকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বর্তমানে রুশ কোনও ঘাঁটিতে গুরুতর হুমকি নেই। রাশিয়া বলেছে, সিরিয়ার সব বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রাখছে মস্কো। একই সঙ্গে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে দুই সপ্তাহের কম সময়ের এক অভিযানে রোববার পতন ঘটেছে দুই যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক বাশার আল-আসাদের। এদিন বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ায় প্রাণ বাঁচাতে বিমানে করে পালিয়ে গেছেন তিনি। তবে তার গন্তব্য জানা না গেলেও সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

রোববার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় এইচটিএস বলেছে, ‘‘স্বৈরশাসক বাশার আল-আসাদকে সিরিয়ার ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। সব সিরীয় আজ মুক্ত এবং স্বাধীন। সিরিয়া দীর্ঘজীবী হোক।’’