ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় নিহত মানুষের ৭০ শতাংশই নারী ও শিশু। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশন এই তথ্য জানিয়েছে। এত সংখ্যক বেসামরিক মানুষ নিহতের ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো বর্বরতায় আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন পাওয়া গেছে। যার মধ্যে অনেকগুলো যুদ্ধাপরাধের সমান।
এছাড়া গাজায় ইসরায়েলি সরকারের পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছাতে না দেওয়া, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং বারবার সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, “ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অভূতপূর্ব হত্যা, মৃত্যু, আহত, মানুষকে অনাহারে রাখা ও রোগবালাই (ছড়ানোর) ঘটনা ঘটেছে।”
এছাড়া ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কিছু কার্যক্রমও বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় গত এক বছরে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্য হয়েছে।
মানবাধিকার কমিশন বলেছে, গাজা যুদ্ধের প্রথম ছয় মাসে ৩৪ হাজার ৫০০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এরমধ্যে ৮ হাজার ১১৯ জনের মৃত্যুর তথ্য যাচাই করতে পেরেছে তারা। এই ৮ হাজার ১১৯ জনের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। এরমধ্যে ৩ হাজার ৫৮৮ জন শিশু ও ২ হাজার ৩৬ জন হলেন নারী।
এই সংখ্যাটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া মৃত্যুর তথ্যের প্রতিনিধিত্ব করে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র রাবিনা সামদাসানি।
সূত্র: এএফপি