ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ১১ বাস আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ১৪ বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা পরিবহনের ১১টি বাস আটকে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে টিউশনি শেষে সাভার ক্যান্টনমেন্ট গেট থেকে বাসে ওঠার সময় ঠিকানা পরিবহনের হেলপার কর্তৃক হেনস্তার শিকার হন বলে জানান ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এতে ক্ষুব্ধ হয়ে রাত ৯টার পর থেকে ঠিকানা পরিবহনের ১১টি আটক করেন তার সহপাঠীরা।

অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি রাত ৮টার দিকে টিউশনি থেকে ক্যাম্পাসে ফেরার জন্য সাভার ক্যান্টনমেন্ট পদাতিক গেট থেকে ঠিকানা পরিবহনের এক বাসে ওঠার সময় বাসের হেলপার আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করে। এর পরিপ্রেক্ষিতে আমি তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করলে বলে আমি ইচ্ছা করে এ কাজ করিনি। এর ১০ মিনিট পর আমি ডেইরি গেটে নেমে যাই এবং আমার সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানাই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘ইতোমধ্যে বাসটি আটক করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত হেলপারের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ১১ বাস আটক

আপডেট টাইম : ০৬:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা পরিবহনের ১১টি বাস আটকে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে টিউশনি শেষে সাভার ক্যান্টনমেন্ট গেট থেকে বাসে ওঠার সময় ঠিকানা পরিবহনের হেলপার কর্তৃক হেনস্তার শিকার হন বলে জানান ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এতে ক্ষুব্ধ হয়ে রাত ৯টার পর থেকে ঠিকানা পরিবহনের ১১টি আটক করেন তার সহপাঠীরা।

অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি রাত ৮টার দিকে টিউশনি থেকে ক্যাম্পাসে ফেরার জন্য সাভার ক্যান্টনমেন্ট পদাতিক গেট থেকে ঠিকানা পরিবহনের এক বাসে ওঠার সময় বাসের হেলপার আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করে। এর পরিপ্রেক্ষিতে আমি তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করলে বলে আমি ইচ্ছা করে এ কাজ করিনি। এর ১০ মিনিট পর আমি ডেইরি গেটে নেমে যাই এবং আমার সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানাই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘ইতোমধ্যে বাসটি আটক করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত হেলপারের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’