টাকা খেলার মধ্যে আছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর উড়াল দিতে হয়েছে ভারতে। সেখানে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে নাজমুল হোসেন শান্তর দল। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে টাইগাররা। সামনে সিরিজ আফগানিস্তানের বিপক্ষে।
আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সিরিজ খেলবে দুই দল। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা হারের পর এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার এই ম্যাচগুলো হবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। এরই মধ্যে দেশটিতে পৌঁছেছেন টাইগাররা। দলও ঘোষণা করে ফেলেছে দুই দল।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সফরসূচি
১ম ওয়ানডে: ৬ নভেম্বর, শারজাহ
২য় ওয়ানডে: ৯ নভেম্বর, শারজাহ
৩য় ওয়ানডে: ১১ নভেম্বর, শারজাহ
*সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়
বাংলাদেশ স্কোয়াড
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
আফগানিস্তান স্কোয়াড
হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), একরাম আলিখিল (উইকেটরক্ষক), আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারভিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ মোহাম্মদ গাজানফর, নুর আহমেদ, ফজল হক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান ও ফরিদ আহমেদ মালিক।