ইরানের সরকার তার সামরিক বাজেট প্রায় ২০০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে। সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলার পরে তেহরানের এ ঘোষণা এলো।
মোহাজেরানি জানিয়েছেন, পরিকল্পিত প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের অংশ সরকার অনুমোদনের জন্য সংসদে পেশ করেছে।
ইরানে হামলা নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু
ইসরায়েলকে ইরানের ক্ষমতা দেখাতে হবে: খামেনি
তিনি বলেন, ‘দেশের প্রতিরক্ষা বাজেটে ২০০ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।’ তবে তিনি এর বিশদ কিছু জানাননি।
গত পহেলা অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ইরান। এর প্রতিক্রিয়ায় শনিবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।
তেহরান সোমবার জানিয়েছে, তারা ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া জানাতে ‘যত ধরনের সরঞ্জাম পাওয়া যাবে তা ব্যবহার করবে।’