ইসরায়েলে দাবি করেছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহর দাহিয়েহর একটি হাসপাতালের নিচে তৈরি করা বাঙ্কারে কয়েক শ মিলিয়ন ডলার ও বিপুল স্বর্ণ মজুদ করেছে হিজবুল্লাহ। গতকাল সোমবার এমন দাবি করে লেবানেন বিমান হামলাও চালিয়েছে ইসরায়েল। এতে লেবাননের চার নাগরিক নিহত হয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে সাহেল হাসপাতালের পরিচালক ফাইদি আলম বলেছেন, তাদের হাসপাতালের নিচে হিজবুল্লাহর বাঙ্কার আছে বলে ইসরায়েল যে অভিযোগ করেছে তা সত্য নয়।
এদিকে, ইসরায়েলও তাদের অভিযোগের ব্যাপারে কোনো প্রমাণ দেখায়নি। তারা একটি অ্যানিমেটেড গ্রাফিকে বাঙ্কারের উপস্থিতি দেখিয়েছে। ইসরায়েল দাবি করেছে, এই বাঙ্কারটি হিজবুল্লাহর সদ্য প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহ ব্যবহার করতেন।, এই অর্থ ও স্বর্ণ বাজেয়াপ্ত করতে লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসরায়েল বলেছে, এসব অর্থ ও স্বর্ণ লেবাননের সাধারণ মানুষের কাছ থেকে লুট করেছে হিজবুল্লাহ।
এর কয়েক ঘণ্টা পর দাহিয়েহর ওই হাসপাতালের আশপাশের বাসিন্দাদের সতর্ক করেছে ইসরায়েল। শিগগিরই ইসরায়েল অভিযান চালাবে জানিয়ে, তাদেরকে ওই এলাকার ৫০০ মিটার দূরে চলে যেতে বলা হয়েছে। যারা ওই এলাকায় ছিলেন, তারা চলে যেতে শুরু করেছে।
এর ঘণ্টাখানেক পর ভারি বিস্ফোরকসহ বিমান হামলা চালায় ইসরায়েল। একটি বিমান রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রবেশদ্বারে আঘাত হানে, যা লেবাননের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। এতে অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৪ জন। এতে হাসপাতালটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।