পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং জঙ্গিবাদ দমনে পুলিশ জনগণকে সাথে নিয়ে কাজ করবে।
আইজিপি বলেন, পুলিশের টিম রাজধানীর মিরপুর রূপনগরে জঙ্গি বিরোধী একটি সফল অভিযান পরিচালনা করেছেন। যেখানে পুলিশ সদস্যরা আহত হন। অভিযানকালে আহত পুলিশ কর্মকর্তারা বর্তমানে আশংকামুক্ত।
আইজিপি আজ রোববার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ঢাকার রূপনগর থানাধীন জঙ্গি অভিযানে আহত রূপনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ শহীদ আলম এবং ওসি (তদন্ত) শাহীন ফকিরকে দেখার পর সাংবাদিকদের এসব কথা বলেন।
পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কয়ার হাসপাতালের চিকিৎসকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আইজিপি আহতদের শয্যাপাশে অবস্থান করে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তব্যরত চিকিৎসকদের অনুরোধ জানান।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় জঙ্গি দমন অভিযানকালে রূপনগর থানার অফিসার ইনচার্জ এবং ওসি (তদন্ত) গুরুতর আহত হন।
সংবাদ শিরোনাম
জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে : আইজিপি
- Reporter Name
- আপডেট টাইম : ১২:১৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬
- ২৫১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ