ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চমক দিতে চান হিমু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০১৫
  • ৩১১ বার

বছরের বেশির ভাগ সময়ই ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন অভিনেত্রী হোমায়রা হিমু। এ মুহূর্তেও তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার চলছে। তবে এখন ধারাবাহিকের কাজে কিছুটা অনিয়মিত থাকছেন হিমু। ঈদ সামনে রেখে নাটকপাড়ায় চলছে জোর প্রস্তুতি। খণ্ড ও টেলিছবি নির্মাণ এবং তাতে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সব অভিনয়শিল্পী। আর এ ব্যস্ততা রয়েছে হিমুরও। ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকের ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে গত মাসেই। কিন্তু শিডিউল পাকাপাকি না হওয়ায় এতদিন কাজ শুরু হয়নি। অবশ্য সমপ্রতি ঈদের নাটকের শুটিংয়েও ব্যস্ত হয়ে পড়েছেন হিমু। এ প্রসঙ্গে তিনি বলেন, বছরজুড়ে তো ধারাবাহিকের কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয়। তবে খণ্ডনাটকে যে অভিনয় করি না তা নয়। আর ঈদের সময় তো অবশ্যই করতে হয়। আর সেজন্য এখন ধারাবাহিকের কাজ কিছুটা কমিয়ে দিয়েছি। ঈদ উপলক্ষে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছি। আরও কিছু নাটকে কাজ করার কথা রয়েছে। এখনও শিডিউল চূড়ান্ত হয়নি। আমার অভিনীত প্রায় প্রতিটি নাটকই কমেডি ধাঁচের। আশা করছি ঈদে দর্শকের জন্য বিশেষ চমক নিয়ে পর্দায় উপস্থিত হতে পারবো। বর্তমানে একাধিক টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন হিমু। এগুলো হলো ‘নয়া হিটলার’ ‘প্রতিপক্ষ’ ‘আনন্দগ্রাম’ ‘সংঘাত’, ‘ডিবি’ ও ‘জীবনের অলিগলি’। এ ছাড়া খুব শিগগিরই আরও কয়েকটি নতুন ধারাবাহিকে অভিনয় শুরু করার কথা রয়েছে বলে জানান তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নাম লিখিয়েছেন হিমু। কয়েক মাস আগে ‘ভালবাসি অথবা বাসিভাল’ টেলিফিল্মের প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

চমক দিতে চান হিমু

আপডেট টাইম : ০৩:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০১৫

বছরের বেশির ভাগ সময়ই ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন অভিনেত্রী হোমায়রা হিমু। এ মুহূর্তেও তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার চলছে। তবে এখন ধারাবাহিকের কাজে কিছুটা অনিয়মিত থাকছেন হিমু। ঈদ সামনে রেখে নাটকপাড়ায় চলছে জোর প্রস্তুতি। খণ্ড ও টেলিছবি নির্মাণ এবং তাতে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সব অভিনয়শিল্পী। আর এ ব্যস্ততা রয়েছে হিমুরও। ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকের ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে গত মাসেই। কিন্তু শিডিউল পাকাপাকি না হওয়ায় এতদিন কাজ শুরু হয়নি। অবশ্য সমপ্রতি ঈদের নাটকের শুটিংয়েও ব্যস্ত হয়ে পড়েছেন হিমু। এ প্রসঙ্গে তিনি বলেন, বছরজুড়ে তো ধারাবাহিকের কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয়। তবে খণ্ডনাটকে যে অভিনয় করি না তা নয়। আর ঈদের সময় তো অবশ্যই করতে হয়। আর সেজন্য এখন ধারাবাহিকের কাজ কিছুটা কমিয়ে দিয়েছি। ঈদ উপলক্ষে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছি। আরও কিছু নাটকে কাজ করার কথা রয়েছে। এখনও শিডিউল চূড়ান্ত হয়নি। আমার অভিনীত প্রায় প্রতিটি নাটকই কমেডি ধাঁচের। আশা করছি ঈদে দর্শকের জন্য বিশেষ চমক নিয়ে পর্দায় উপস্থিত হতে পারবো। বর্তমানে একাধিক টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন হিমু। এগুলো হলো ‘নয়া হিটলার’ ‘প্রতিপক্ষ’ ‘আনন্দগ্রাম’ ‘সংঘাত’, ‘ডিবি’ ও ‘জীবনের অলিগলি’। এ ছাড়া খুব শিগগিরই আরও কয়েকটি নতুন ধারাবাহিকে অভিনয় শুরু করার কথা রয়েছে বলে জানান তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নাম লিখিয়েছেন হিমু। কয়েক মাস আগে ‘ভালবাসি অথবা বাসিভাল’ টেলিফিল্মের প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি।