ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র : এইচএসসি প্রস্তুতি ২০২৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৯ বার
পঞ্চম অধ্যায়

বাংলার ইতিহাস (পাকিস্তান আমল)

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

২২।      যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কত দিন স্থায়ী ছিল?

ক) ৫৩ দিন         খ) ৫৪ দিন

গ) ৫৫ দিন         ঘ) ৫৬ দিন

২৩।      ১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক আইনসভার মোট আসন সংখ্যা কত ছিল?

ক) ৩০৫টি          খ) ৩০৭টি

গ) ৩০৯টি           ঘ) ৩১০টি

২৪।      যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা ছিল—

ক) পাটশিল্পকে জাতীয়করণ করা

খ) বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি

গ) মোহাজেরদের পুনর্বাসন

ঘ) প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা

২৫।

    বর্ধমান হাউসের বর্তমান নাম কী?           ক) গণভবন         খ) বাংলা একাডেমি

গ) কলাভবন        ঘ) শিল্পকলা একাডেমি

২৬।      গণ-আন্দোলনের মুখে কখন আইয়ুব খানের পতন হয়?

ক) ১৯৬৫ সালে   খ) ১৯৬৭ সালে

গ) ১৯৬৯ সালে    ঘ) ১৯৭০ সালে

২৭।      কখন আইয়ুব খান পাকিস্তানে ‘মৌলিক গণতন্ত্র

আদেশ’ জারি করেন?

ক) ১৯৫৯ সালের ২৭ মার্চ

খ) ১৯৫৯ সালের ২৬ জুন

গ) ১৯৫৯ সালের ২৭ জুন

ঘ) ১৯৫৯ সালের ২৭ অক্টোবর

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের

উত্তর দাও :

যুগোস্লাভিয়ার বসনিয়া বহুকাল থেকেই মুসলিমপ্রধান অঞ্চল। কিন্তু একই অঞ্চলের খ্রিস্টান আধিপত্যের কারণে মুসলমানরা খ্রিস্টান প্রশাসন দ্বারা নির্যাতিত ও শোষিত হতে থাকে।

ফলে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জনে সচেষ্ট হয়। খ্রিস্টানরা তাদের দমন করতে গণহত্যা চালায়। 

২৮।      উদ্দীপকের নির্যাতন ও গণহত্যার সাথে নিচের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে?

ক) পশ্চিম পাকিস্তানের প্রতি পূর্ব পাকিস্তানের নির্যাতন

খ) পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের নির্যাতন

গ) পশ্চিম বাংলার প্রতি ব্রিটিশদের নির্যাতন

ঘ) পূর্ব বাংলার প্রতি ব্রিটিশদের নির্যাতন

২৯।

     উক্ত গণহত্যার উদ্দেশ্য ছিল—            i. জাতিকে মেধাশূন্য করা

ii. জাতিকে নেতৃত্বহীন করা

iii. নিজেদের বীরত্ব প্রকাশ করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii            খ) i ও iii

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৩০।      কত সালে পাকিস্তানের সামরিক আইন জারি করা হয়?

ক) ১৯৫৬ সালে   খ) ১৯৫৮ সালে

গ) ১৯৬২ সালে    ঘ) ১৯৬৫ সালে

উত্তর : ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. খ

২৬. গ ২৭. ঘ ২৮. খ ২৯. ক ৩০. খ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র : এইচএসসি প্রস্তুতি ২০২৫

আপডেট টাইম : ১১:০০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
পঞ্চম অধ্যায়

বাংলার ইতিহাস (পাকিস্তান আমল)

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

২২।      যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কত দিন স্থায়ী ছিল?

ক) ৫৩ দিন         খ) ৫৪ দিন

গ) ৫৫ দিন         ঘ) ৫৬ দিন

২৩।      ১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক আইনসভার মোট আসন সংখ্যা কত ছিল?

ক) ৩০৫টি          খ) ৩০৭টি

গ) ৩০৯টি           ঘ) ৩১০টি

২৪।      যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা ছিল—

ক) পাটশিল্পকে জাতীয়করণ করা

খ) বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি

গ) মোহাজেরদের পুনর্বাসন

ঘ) প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা

২৫।

    বর্ধমান হাউসের বর্তমান নাম কী?           ক) গণভবন         খ) বাংলা একাডেমি

গ) কলাভবন        ঘ) শিল্পকলা একাডেমি

২৬।      গণ-আন্দোলনের মুখে কখন আইয়ুব খানের পতন হয়?

ক) ১৯৬৫ সালে   খ) ১৯৬৭ সালে

গ) ১৯৬৯ সালে    ঘ) ১৯৭০ সালে

২৭।      কখন আইয়ুব খান পাকিস্তানে ‘মৌলিক গণতন্ত্র

আদেশ’ জারি করেন?

ক) ১৯৫৯ সালের ২৭ মার্চ

খ) ১৯৫৯ সালের ২৬ জুন

গ) ১৯৫৯ সালের ২৭ জুন

ঘ) ১৯৫৯ সালের ২৭ অক্টোবর

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের

উত্তর দাও :

যুগোস্লাভিয়ার বসনিয়া বহুকাল থেকেই মুসলিমপ্রধান অঞ্চল। কিন্তু একই অঞ্চলের খ্রিস্টান আধিপত্যের কারণে মুসলমানরা খ্রিস্টান প্রশাসন দ্বারা নির্যাতিত ও শোষিত হতে থাকে।

ফলে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জনে সচেষ্ট হয়। খ্রিস্টানরা তাদের দমন করতে গণহত্যা চালায়। 

২৮।      উদ্দীপকের নির্যাতন ও গণহত্যার সাথে নিচের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে?

ক) পশ্চিম পাকিস্তানের প্রতি পূর্ব পাকিস্তানের নির্যাতন

খ) পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের নির্যাতন

গ) পশ্চিম বাংলার প্রতি ব্রিটিশদের নির্যাতন

ঘ) পূর্ব বাংলার প্রতি ব্রিটিশদের নির্যাতন

২৯।

     উক্ত গণহত্যার উদ্দেশ্য ছিল—            i. জাতিকে মেধাশূন্য করা

ii. জাতিকে নেতৃত্বহীন করা

iii. নিজেদের বীরত্ব প্রকাশ করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii            খ) i ও iii

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৩০।      কত সালে পাকিস্তানের সামরিক আইন জারি করা হয়?

ক) ১৯৫৬ সালে   খ) ১৯৫৮ সালে

গ) ১৯৬২ সালে    ঘ) ১৯৬৫ সালে

উত্তর : ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. খ

২৬. গ ২৭. ঘ ২৮. খ ২৯. ক ৩০. খ।