কথায় বলে শখের দাম লাখ টাকা। না, এখন সখের দাম কোটি টাকা। সেই সখ ঘোড়া কিনে পূরণ করলেন ভারতের এক ব্যক্তি।
১ কোটি ১১ লাখ টাকা দিয়ে একটা ঘোড়া কিনেন ভারতের রাজস্থানের সেই ব্যক্তি। চমকে গেলেন? অথচ সেই টাকায় কেনা যেত দামি বিলাসবহুল গাড়িও।
নারায়ণ সিং নামে ওই ব্যক্তি রাজস্থানের খ্যাতনামা খনি ব্যবসায়ী। ঘোড়ার সখও ছিল তার দীর্ঘদিনের। মাড়োয়াড়ি প্রজাতির যে ঘোড়াটি
তিনি কিনেছেন তার নাম ‘পর্বত’।
সেই পর্বতকে আস্তাবলে আনার জন্য অনেকদিন অপেক্ষা করেছেন তিনি। ভঁওয়রসিং রাঠৌর নামে যে ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি কিনেছেন তিনি তা বিক্রি করতে কিছুতেই রাজি হচ্ছিলেন না তিনি। অবশেষে মঙ্গলবার হস্তান্তরিত হয় ঘোড়াটি।
পর্বতের জন্য সব স্পেশাল আয়োজন করা হয়েছে। বানানো হয়েছে দু’টি আস্তাবল। একটির মাথার ওপর রয়েছে ছাদ অন্যটি খোলা আকাশের নিচে।
পর্বতের দেখভাল’র জন্য তিনজনকে নিয়োগ দিয়েছেন নারায়ণ সিং। রয়েছে খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। ভু্ট্টা থেকে ঘি বাদ নেই কোনো কিছুর।
নারায়ণ সিং জানিয়েছেন, পর্বতকে দিয়ে প্রজনন করানোর ইচ্ছা রয়েছে তার। আগে থেকেই তার রয়েছে মাড়োয়াড়ি প্রজাতির দু’টি স্ত্রী ঘোড়া।
প্রসঙ্গত, এই প্রথম ভারতীয় প্রজাতির কোনো ঘোড়া এত দামে কিনলেন এক ব্যক্তি।