নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদনে অভিযান পরিচালনা করে ৪ মাদকাসক্ত আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার সন্ধ্যায় উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মদন থানায় সোপর্দ করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলেন, কদমশ্রী গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে মনির খান (৩০), একই গ্রামের শওকত আলীর ছেলে জাকির (২০), বাচ্চু মিয়ার ছেলে রফিক (৩০) ও মাসুদ আলীর ছেলে দীলিপ (৩২)। তাদেরকে সোমবার নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা প্রতিদিন এলাকায় মাদকের আসর জমিয়ে মাদক সেবন করে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে রোববার অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। অভিযুক্তদের মাদক সেবনরত অবস্থায় পেয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন উপকরন জব্দ করা হয়।
মদন থানার এস আই ফয়সাল আহমেদ জানান, ৪ জন মাদক সেবনকারীরে আটক করে রোববার রাতে মদন থানায় সোপর্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটককৃতদের ৩৪ ধারায় নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।