কিশোরগঞ্জ প্রেসক্লাব কার্যকরী পরিষদের নির্বাচন ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন কাজী শাহীন খান ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাইফুল মালেক চৌধুরী।
শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০ পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বৃষ্টির মধ্যেও চলে টানা ভোটগ্রহণ।
অন্য যারা বিজয়ী হয়েছেন তারা হলেন- সহসভাপতি সাইফুল হক মোল্লা দুলু, শফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মুনীরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ মোকাররম হোসেন ভূঁইয়া, সদস্য খায়রুল ইসলাম চৌধুরী, কামরুল আনাম, শফিকুল ইসলাম ফকির মতি, লুৎফুর রাশীদ রানা, শেখ মাসুদ ইকবাল, মোস্তাফিজুর রহমান বিপ্লব ও আজীবন সদস্য কামরুল হাসান।