ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মব জাস্টিস-মব কিলিং হচ্ছে, এটা ভাল নয়: নাহিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ২০ বার

মব জাস্টিস-মব কিলিং হচ্ছে, এটা ভাল বিষয় নয় বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে নোয়াখালীর বেগমগঞ্জে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে গণপিটুনি-মব জাস্টিস-মব কিলিং হচ্ছে, এটা ভাল বিষয় নয়। সকলের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে এই ধরনের ঘটনা যেনো না ঘটে আপনারা সেদিকে সর্বোচ্চ সচেতন থাকবেন। প্রশাসনকে সহযোগিতা করবেন, যেনো সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয় এবং তারা যেনো তাদের মতো কাজ করতে পারে।

আইন হাতে নেওয়া যাবে না এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন উল্লেখ করে উপদেষ্টা নাহিদ বলেন, আমরা যেন আইন হাতে তুলে না নেই। প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিতে হবে। আমরা তাদেরকে সহযোগিতা করব। পুলিশের কাজ পুলিশকে দিয়েই করাতে হবে। প্রশাসনের যে কাজ প্রশাসনকে দিয়েই করানো হবে। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, যে আন্দোলনের মাধ্যমে আমরা দেশ পেয়েছি সেটি আমাদের রক্ষা করতে হবে। ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এর সুফল পেয়েছেন। বর্তমানে নতুন বাংলাদেশ একটা সংকট কাল পার করছে। নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। নিজেদের মধ্যে বিভক্তি যেনো না আসে সেদিকে খেয়াল রাখতে হবে।

এরপর তিনি বেগমগঞ্জ উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রিফাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান, জীরতলী ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম লাভলু সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মব জাস্টিস-মব কিলিং হচ্ছে, এটা ভাল নয়: নাহিদ

আপডেট টাইম : ১১:২৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

মব জাস্টিস-মব কিলিং হচ্ছে, এটা ভাল বিষয় নয় বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে নোয়াখালীর বেগমগঞ্জে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে গণপিটুনি-মব জাস্টিস-মব কিলিং হচ্ছে, এটা ভাল বিষয় নয়। সকলের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে এই ধরনের ঘটনা যেনো না ঘটে আপনারা সেদিকে সর্বোচ্চ সচেতন থাকবেন। প্রশাসনকে সহযোগিতা করবেন, যেনো সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয় এবং তারা যেনো তাদের মতো কাজ করতে পারে।

আইন হাতে নেওয়া যাবে না এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন উল্লেখ করে উপদেষ্টা নাহিদ বলেন, আমরা যেন আইন হাতে তুলে না নেই। প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিতে হবে। আমরা তাদেরকে সহযোগিতা করব। পুলিশের কাজ পুলিশকে দিয়েই করাতে হবে। প্রশাসনের যে কাজ প্রশাসনকে দিয়েই করানো হবে। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, যে আন্দোলনের মাধ্যমে আমরা দেশ পেয়েছি সেটি আমাদের রক্ষা করতে হবে। ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এর সুফল পেয়েছেন। বর্তমানে নতুন বাংলাদেশ একটা সংকট কাল পার করছে। নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। নিজেদের মধ্যে বিভক্তি যেনো না আসে সেদিকে খেয়াল রাখতে হবে।

এরপর তিনি বেগমগঞ্জ উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রিফাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান, জীরতলী ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম লাভলু সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।