ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রায় ৩ হাজার দণ্ডাদেশ পাওয়া আসামির শাস্তি মওকুফ অথবা কমিয়ে দিতে সম্মত হয়েছেন
মহানবীর জন্মবার্ষিকী এবং হযরত ইমাম সাদিক (আ.)-এর জন্মবার্ষিকীর প্রাক্কালে ইরানের বিচার বিভাগের প্রধানের অনুরোধে ওই আসামিদের ক্ষমা করতে সম্মত হলেন তিনি
সর্বোচ্চ নেতার কার্যালয় সূত্র আরও জানিয়েছে; ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলিমীন মোহসেনি আজেয়ি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার কাছে কয়েদিদের শাস্তি মওকুফের আবেদন জানিয়ে একটি চিঠি লিখেছেন।
ইসলামের নবী (সা) ও ইমাম সাদিক (আ)-এর শুভ জন্মদিনের কথা উল্লেখ করে সাধারণ ক্ষমা বা শাস্তি কমানোর ওই অনুরোধে ইতিবাচক সাড়া দেন সর্বোচ্চ নেতা। আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়া ২ হাজার ৮ শ ২৭ কয়েদির শাস্তি মওকুফ অথবা হ্রাস করেছেন সর্বোচ্চ নেতা। সূত্র: পার্সটুডে।