ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আমরা সবাই মিলে এ দেশটাকে নিরাপদ রাখতে চাই : আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬
  • ৩০৫ বার

আমরা সবাই মিলে এ দেশটাকে নিরাপদ রাখতে চাই মন্তব্য করে আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জীবন বাজি রেখে কাজ করতে বাংলাদেশ পুলিশ অঙ্গিকারাবদ্ধ।
আজ মঙ্গলবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
ডিএমপি’র পক্ষ থেকে গুলশান এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা মোকাবেলাকালে নিহত চার পুলিশ সদস্যের পরিবারবর্গকে ১ কোটি ৬ লাখ টাকা এবং গুলশান হামলায় আহত তিন পুলিশ সদস্যকে ৪ লাখ টাকাসহ মোট ১ কোটি ১০ লাখ টাকা প্রদান করা হয়।
এ ছাড়া, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে নিহতদের ১৬ লাখ টাকা এবং আহত পুলিশ সদস্যদের ২ লাখ টাকাসহ মোট ১৮ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
আইজিপি নিহত ও আহতদের পরিবারবর্গের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাস মোকাবিলাকালে নিহত পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করে পুলিশ প্রধান বলেন, নিহত ৪ চার পুলিশ সদস্য জননিরাপত্তা বিধানে তাদের জীবন উৎসর্গ করে আমাদের ঋণী করে গেছেন। বাংলাদেশ পুলিশ চিরদিন শ্রদ্ধার সাথে তাদের অবদানের কথা স্বীকার করবে।
নিহতদের পরিবারবর্গকে সান্তনা দিয়ে আইজিপি বলেন, আমরা নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে থাকবো। আপনাদের যে কোন সমস্যা আমাদের জানাবেন। আমরা আপনাদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে সচেষ্ট থাকবো। আইজিপি এ ধরনের মহতি উদ্যোগ গ্রহণের জন্য ডিএমপি কমিশনার এবং পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
আইজিপি বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তাবোধ থাকতে হবে। নিজের নিরাপত্তা বিধান করে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আমরা সবাই মিলে এ দেশটাকে নিরাপদ রাখতে চাই : আইজিপি

আপডেট টাইম : ১১:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬

আমরা সবাই মিলে এ দেশটাকে নিরাপদ রাখতে চাই মন্তব্য করে আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জীবন বাজি রেখে কাজ করতে বাংলাদেশ পুলিশ অঙ্গিকারাবদ্ধ।
আজ মঙ্গলবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
ডিএমপি’র পক্ষ থেকে গুলশান এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা মোকাবেলাকালে নিহত চার পুলিশ সদস্যের পরিবারবর্গকে ১ কোটি ৬ লাখ টাকা এবং গুলশান হামলায় আহত তিন পুলিশ সদস্যকে ৪ লাখ টাকাসহ মোট ১ কোটি ১০ লাখ টাকা প্রদান করা হয়।
এ ছাড়া, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে নিহতদের ১৬ লাখ টাকা এবং আহত পুলিশ সদস্যদের ২ লাখ টাকাসহ মোট ১৮ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
আইজিপি নিহত ও আহতদের পরিবারবর্গের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাস মোকাবিলাকালে নিহত পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করে পুলিশ প্রধান বলেন, নিহত ৪ চার পুলিশ সদস্য জননিরাপত্তা বিধানে তাদের জীবন উৎসর্গ করে আমাদের ঋণী করে গেছেন। বাংলাদেশ পুলিশ চিরদিন শ্রদ্ধার সাথে তাদের অবদানের কথা স্বীকার করবে।
নিহতদের পরিবারবর্গকে সান্তনা দিয়ে আইজিপি বলেন, আমরা নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে থাকবো। আপনাদের যে কোন সমস্যা আমাদের জানাবেন। আমরা আপনাদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে সচেষ্ট থাকবো। আইজিপি এ ধরনের মহতি উদ্যোগ গ্রহণের জন্য ডিএমপি কমিশনার এবং পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
আইজিপি বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তাবোধ থাকতে হবে। নিজের নিরাপত্তা বিধান করে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।