আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চীনের সাথে সম্পর্ক আমরা আরো গভীরে নিয়ে যেতে চাই। চীন এখন আমাদের অত্যন্ত কাছের বন্ধু। বাংলাদেশের সঙ্গে চীনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় চীনের সঙ্গে সম্পর্কের কিছুটা ভাটা পড়লেও বর্তমানে এ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। ভবিষ্যতে তা আরো জোরালো হবে।
সৈয়দ আশরাফ আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনা কমিউনিস্ট পার্টির এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের আমন্ত্রণে চীনা কমিউনিস্ট পার্টির ৬ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে।
এর আগে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট- সেন্ট্রাল কমিটি অব সিপিসির ভাইস মিনিস্টার এইচ ই গুয়ো ইয়েঝাউ এর নেতৃত্বে ছয় সদস্যের একটি চীনা প্রতিনিধিদলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষে উপস্থিত ছিলেন : সিপিসি সেন্টাল কমিটির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট ডেপুটি ডিরেক্টর অ্যান ইউজান ও ইয়াং চেন, ঝাউ রং সুই, চেন বিন ও লি ইয়ান জিং।
বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন : দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সম্পাদকমণ্ডলীর সদস্য ফরিদুন্নাহার লাইলী, কর্নেল (অব.) ফারুক খান, অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য এ এম কামাল হোসেন প্রমুখ।
সৈয়দ আশরাফ বলেন, চীনের সাথে শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতিসহ বিভিন্ন পর্যায়ে আমাদের সম্পৃক্ততা বেড়েছে। চীনের ঐতিহ্যের সঙ্গে বাঙালির অনেক মিল রয়েছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের এই নেতা।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৈঠক শেষে এইচ ই গুয়ো ইয়েঝাউ বলেন, ভারত দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। এ সফরের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ-ভারত নয় গোটা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সর্ম্পক এগিয়ে যাবে।
এর আগে সকাল ১০টায় চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সফররত প্রতিনিধিদলের সদস্যরা বঙ্গবন্ধু ভবনে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সিপিসির সদস্যরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করেন।
সৈয়দ আশরাফ আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনা কমিউনিস্ট পার্টির এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের আমন্ত্রণে চীনা কমিউনিস্ট পার্টির ৬ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে।
এর আগে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট- সেন্ট্রাল কমিটি অব সিপিসির ভাইস মিনিস্টার এইচ ই গুয়ো ইয়েঝাউ এর নেতৃত্বে ছয় সদস্যের একটি চীনা প্রতিনিধিদলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষে উপস্থিত ছিলেন : সিপিসি সেন্টাল কমিটির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট ডেপুটি ডিরেক্টর অ্যান ইউজান ও ইয়াং চেন, ঝাউ রং সুই, চেন বিন ও লি ইয়ান জিং।
বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন : দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সম্পাদকমণ্ডলীর সদস্য ফরিদুন্নাহার লাইলী, কর্নেল (অব.) ফারুক খান, অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য এ এম কামাল হোসেন প্রমুখ।
সৈয়দ আশরাফ বলেন, চীনের সাথে শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতিসহ বিভিন্ন পর্যায়ে আমাদের সম্পৃক্ততা বেড়েছে। চীনের ঐতিহ্যের সঙ্গে বাঙালির অনেক মিল রয়েছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের এই নেতা।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৈঠক শেষে এইচ ই গুয়ো ইয়েঝাউ বলেন, ভারত দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। এ সফরের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ-ভারত নয় গোটা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সর্ম্পক এগিয়ে যাবে।
এর আগে সকাল ১০টায় চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সফররত প্রতিনিধিদলের সদস্যরা বঙ্গবন্ধু ভবনে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সিপিসির সদস্যরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করেন।