পুলিশের অভিযানে নিহত জঙ্গিরা আদমজী ইপিজেডে কর্মরত বিদেশী নাগরিকদের টার্গেট করে নারায়ণগঞ্জে বাসা ভাড়া নিয়েছিলেন।
এজন্য তারা ওষুধ ব্যবসায়ী পরিচয় দিয়ে শহরের পাইকপাড়ার বড় কবরস্থানের ‘দেওয়ান বাড়ি’ নামের তৃতীয় তলার দুটি ফ্লাট ভাড়া নিয়েছিলেন।
অভিযান পরিচালনার আগে শনিবার সকালে বাড়ির
মালিক নুরুদ্দিন দেওয়ানকে নিরাপদে সরিয়ে আনে পুলিশ।
তিনি পুলিশকে জানান, ওষুধ ব্যবসায়ী পরিচয়ে রমজান শেষে তার বাড়ির তৃতীয় তলার দুটি ইউনিট ভাড়া নেন কয়েকজন ব্যক্তি।
পুলিশ কর্মকর্তাদের ধারণা, এই বাসা থেকে মূলত জঙ্গিরা আদমজী ইপিজেডে কর্মরত বিদেশীদের টার্গেট করেছিলেন।
পরে সকাল ৯টা ৩৫ মিনিট ১০টা ৩৫ মিনিট পর্যন্ত ‘অপারেশন হিট স্ট্রং টুয়েন্টি সেভেন’ নামে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট।
অভিযানে গুলশান ও শোলাকিয়া হামলার ‘মূল পরিকল্পনাকারী’ তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়েছেন।-যুগান্তর