নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নেত্রকোণার মদনে রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে সাধারণ শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। শেখ হাসিনা পদত্যাগ করার পর সারাদেশে দেখা দিয়েছে অরাজকতা। দেশের বিভিন্ন থানাসহ স্থাপনায় হামলা করা হচ্ছে। হামলা থেকে রক্ষা করতে এসব পাহারা দিচ্ছেন তারা।
সরজমিন ঘুরে ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগের খবরে আনন্দে গণজোয়ার সৃষ্টি হয় নেত্রকোণার মদনে। এ সময় জনরোষ থেকে থানায় থাকা পুলিশ সদস্যদের বাঁচাতে থানার গেট পাহারা দিয়ে শিক্ষার্থী ও জামায়াত-বিএনপির নেতারা পুলিশকে রক্ষা করতে সক্ষম হন। এর সাথে দূর্বৃত্তরা শনাতন ধর্মের মন্দিরে হামলা করে যেনো নতুন কোন সমস্যার সৃষ্টি না করতে পারে সে জন্য উপজেলার প্রত্যকটি মন্দিরে পাহারার ব্যবস্থা করেন তারা।
ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মোঃ রবিউল ইসলাম জানান, আমরা দেশ সংস্কারে নেমেছি। কোনো প্রকার লুটপাট, ভাংচুর, দুষ্কৃতি আমরা সমর্থন করি না। সকল ধর্মের মানুষ এক সাথে বসবাস করতে চাই। তাই রাত জেগে মন্দির, হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছি। দেশ সংস্কারের কাজে সকল শ্রেণি মানুষের সহযোগিতা চাই।
সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মাও. রুহুল আমীন জানান, লুটপাট, রাহাজানি ইসলাম পরিপন্থী। অতীতে সংখ্যালঘুদের উপর আওয়ামী পন্থীরা নির্যান করে জামায়াত-বিএনপি’র উপর চাপিয়ে দেওয়ার বহু নজির রয়েছে। তাই জামায়াত-শিবিরের কর্মীরা হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ও মন্দির রক্ষা করতে রাত জেগে পাহারা দিচ্ছে।
মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার জানান, এ দেশ রক্ষার দায়িত্বও আমাদের। শেখ হাসিনার পতনের বিজয় উল্লাস প্রমাণ করে দেয় মানুষ কত কষ্টে ও জিম্মি ছিলো। সবকিছু ভুলে গিয়ে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নেতাকর্মীদের আহ্বান জানাই। প্রতি রাতে শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের জান মাল, মন্দির পাহারা দিচ্ছে।