হামাস প্রধান ইসমাইল হানিয়াহ নিহত হয়েছেন। ইরানে স্থানীয় সময় আজ বুধবার (৩১ জুলাই) নিজ বাসভবনে তার নিহত হওয়ার খবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইরানের রেভল্যুশনারি গার্ড পৃথক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে। খবর রয়টার্স।
হানিয়াহের মৃত্যুতে শোক প্রকাশ করেছে হামাস। তারা বলেছে, ইরানের রাজধানী তেহরানে যে বাসভবনে হানিয়া ছিলেন সেখানে ‘বিশ্বাঘাতক ইহুদিবাদীদের’ এক হামলায় তিনি ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন।
ইরানের রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে বলেছে, ‘আজ ভোরে, তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা চালানো হয়। এতে তিনি এবং তার একজন দেহরক্ষী শহীদ হন। হামলা বিস্তারিত তদন্তাধীন এবং শীঘ্রই জানানো হবে।’
গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেন হানিয়া।