যশোরের চৌগাছায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন ওরফে খোকন (২৮) পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের হুদাপাড়া মহল্লার মৃত আব্দুল মুজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি খোকনের মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়। তবে বর্তমানে তিনি সুস্থ ছিলেন। শনিবার দুপুরে খোকনের সঙ্গে একই মহল্লার হারুনের ছেলে আশরাফের তুচ্ছ ঘটনার জেরে কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় আশরাফ, তার ভাই রেজা ও ভগ্নীপতি মালেক খোকনকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।