রাজধানীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার ৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১৫ জুলাই) সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত রাজধানীর বনানী ডিওএইচএস, শহীদ মঈনুল রোড এবং স্বাধীনতা স্বরণী সংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় এসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে
গ্রাহকবৃন্দের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।