ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গি-সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করা হবে: নাসিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬
  • ৩১০ বার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জঙ্গি ও সন্ত্রাসীদের দেশের মাটি থেকে চিরতরে নির্মূল করা হবে। রাষ্ট্র পরিচালনা করা হবে কঠোর হাতে। যেন কোনোভাবেই শত্রুরা দেশের স্বার্থে ও নিরীহ মানুষের ওপর হানা দিতে না পারে। ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।’

বুধবার রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নাসিম বলেন, ‘দেশ যখন উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, তখন নানা চক্রান্ত শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ ও দেশবিরোধী শক্তিকে নির্মূল করা হবে। স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে কোনো আপস নয়।’

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার দিনটির কথা স্মরণ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপি গণতন্ত্রের কথা বললেও তাদের রাজনীতিতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। তারা গণতন্ত্রের নামে জাতির জনককে সপরিবারে হত্যা করেছে। একুশে আগস্টহ ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে।’

সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘জনরোষ ও ধিক্কার থেকে বাঁচার জন্য খালেদা জিয়া ১৫ আগস্ট তার জন্মদিন প্রত্যাহার করেছেন। অথচ বলছেন, নেতাকর্মী ও বন্যাদুর্গতদের কথা বিবেচনা করে তিনি জন্মদিন পালন করছেন না। তার এ নির্লজ্জ মিথ্যাচারের জন্যই জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া ও বিএনপিকে রাজনীতি থেকে উৎখাত করা হবে। শোকের মাসে এ আমাদের অঙ্গীকার।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ডা. দীপু মনি এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ড. আবদুর রাজ্জাক এমপি, শাহে আলম মুরাদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জঙ্গি-সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করা হবে: নাসিম

আপডেট টাইম : ১১:৩১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জঙ্গি ও সন্ত্রাসীদের দেশের মাটি থেকে চিরতরে নির্মূল করা হবে। রাষ্ট্র পরিচালনা করা হবে কঠোর হাতে। যেন কোনোভাবেই শত্রুরা দেশের স্বার্থে ও নিরীহ মানুষের ওপর হানা দিতে না পারে। ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।’

বুধবার রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নাসিম বলেন, ‘দেশ যখন উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, তখন নানা চক্রান্ত শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ ও দেশবিরোধী শক্তিকে নির্মূল করা হবে। স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে কোনো আপস নয়।’

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার দিনটির কথা স্মরণ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপি গণতন্ত্রের কথা বললেও তাদের রাজনীতিতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। তারা গণতন্ত্রের নামে জাতির জনককে সপরিবারে হত্যা করেছে। একুশে আগস্টহ ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে।’

সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘জনরোষ ও ধিক্কার থেকে বাঁচার জন্য খালেদা জিয়া ১৫ আগস্ট তার জন্মদিন প্রত্যাহার করেছেন। অথচ বলছেন, নেতাকর্মী ও বন্যাদুর্গতদের কথা বিবেচনা করে তিনি জন্মদিন পালন করছেন না। তার এ নির্লজ্জ মিথ্যাচারের জন্যই জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া ও বিএনপিকে রাজনীতি থেকে উৎখাত করা হবে। শোকের মাসে এ আমাদের অঙ্গীকার।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ডা. দীপু মনি এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ড. আবদুর রাজ্জাক এমপি, শাহে আলম মুরাদ প্রমুখ।