ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৯ এর বেঞ্চ সহকারী খন্দকার মোজাম্মেল হক জনি তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিচারকের আদেশ জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হওয়া জনিকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে পাঠান আদালত।
এর আগে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত স্বপ্রণোদিত হয়ে খন্দকার জনিকে আটকের নির্দেশ দেন।
এরপর তাকে আট করে কোতোয়ালী থানায় রাখা হয়।