ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ির মালিক এক বাঙালী গৃহবধূ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০১৬
  • ৩৫৫ বার

লাম্বরঘিনি হুরাক্যান। বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল গাড়িগুলির মধ্যে অন্যতম। যার দাম কয়েক কোটি টাকা। এতটাই অত্যাধুনিক এই গাড়ি যে চালাতে অনেকেই ভয় পান। কিন্তু, কলকাতা শহরের এক গৃহবধূ এই গাড়ি কিনে ভারতে প্রথম লাম্বারঘিনি হুরাক্যান-এর মালিক বনেছেন।

শীতল দুগা, যখন তার বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র ১৮ বছর। গাড়ি চালানো তো দুরের কথা এমনকী সচারচর বাড়ির বাইরেও বের হতেন না।

সেই শীতলের এখন চল্লিশ

বছর বয়স। তিন সন্তানের জননী তিনি। আর এই বয়সে লাম্বারঘিনি-র মতো গাড়ি নিয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়ছেন। শহরের রাস্তায় চোখ ধাঁধানো এই লাম্বারঘিনি ইতিমধ্যেই কলকাতার নজর কেড়েছে। তারপর আরো সকলের চোখ ছানাবড় হয়েছে যখন তারা দেখেছেন গাড়িটি চালাচ্ছেন এক নারী।

আটপৌর গৃহজীবনের আঙিনা থেকে বেরিয়ে তিন কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি নিয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়ানো! অনেকটাই রূপকথার মতোই এই কাহিনি। শীতলের মেয়ে আঠারো বছরের যস্বশীর মতে, —‘মা প্রথমে এতটা সাহসী ছিলেন না। কিন্তু, এখন তার নিজের উপরে এতটাই বিশ্বাস যে লাম্বারঘিনি চালাচ্ছেন। ২ নম্বর জাতীয় সড়কে লাম্বারঘিনি চালিয়ে রেসও জিতেছেন।’

শীতলের মতে, —‘শিল্পপতি স্বামী বিনোদের বরাবরই উৎসাহ ছিল। তারসঙ্গে অন্যের উপর নির্ভরতা করা আমার স্বভাবে নেই। নিজের কাজ নিজেই করতে ভালবাসি। তাই সময়ের সঙ্গে সঙ্গে ড্রাইভিংটাও শিখেছি। চালকের উপর ভরসা করতে চাইনি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ক্যাটরিনার হাতে ২০ বার থাপ্পড় খেয়েছিলেন ইমরান খান

বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ির মালিক এক বাঙালী গৃহবধূ

আপডেট টাইম : ১১:০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০১৬

লাম্বরঘিনি হুরাক্যান। বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল গাড়িগুলির মধ্যে অন্যতম। যার দাম কয়েক কোটি টাকা। এতটাই অত্যাধুনিক এই গাড়ি যে চালাতে অনেকেই ভয় পান। কিন্তু, কলকাতা শহরের এক গৃহবধূ এই গাড়ি কিনে ভারতে প্রথম লাম্বারঘিনি হুরাক্যান-এর মালিক বনেছেন।

শীতল দুগা, যখন তার বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র ১৮ বছর। গাড়ি চালানো তো দুরের কথা এমনকী সচারচর বাড়ির বাইরেও বের হতেন না।

সেই শীতলের এখন চল্লিশ

বছর বয়স। তিন সন্তানের জননী তিনি। আর এই বয়সে লাম্বারঘিনি-র মতো গাড়ি নিয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়ছেন। শহরের রাস্তায় চোখ ধাঁধানো এই লাম্বারঘিনি ইতিমধ্যেই কলকাতার নজর কেড়েছে। তারপর আরো সকলের চোখ ছানাবড় হয়েছে যখন তারা দেখেছেন গাড়িটি চালাচ্ছেন এক নারী।

আটপৌর গৃহজীবনের আঙিনা থেকে বেরিয়ে তিন কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি নিয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়ানো! অনেকটাই রূপকথার মতোই এই কাহিনি। শীতলের মেয়ে আঠারো বছরের যস্বশীর মতে, —‘মা প্রথমে এতটা সাহসী ছিলেন না। কিন্তু, এখন তার নিজের উপরে এতটাই বিশ্বাস যে লাম্বারঘিনি চালাচ্ছেন। ২ নম্বর জাতীয় সড়কে লাম্বারঘিনি চালিয়ে রেসও জিতেছেন।’

শীতলের মতে, —‘শিল্পপতি স্বামী বিনোদের বরাবরই উৎসাহ ছিল। তারসঙ্গে অন্যের উপর নির্ভরতা করা আমার স্বভাবে নেই। নিজের কাজ নিজেই করতে ভালবাসি। তাই সময়ের সঙ্গে সঙ্গে ড্রাইভিংটাও শিখেছি। চালকের উপর ভরসা করতে চাইনি।’