জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান মেয়েদের বিয়ের বয়স না কমাতে সতর্ক করে বলেছেন, ‘সতর্ক করছি, বিয়ের বয়স কমানোর ভুলটি করবেন না।’
বৃহস্পতিবার আগারগাঁওয়ে এলজিইডি ভবনে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘চাইল্ড ম্যারেজ সিনারিও ইন বাংলাদেশ: লিগ্যাল রিফর্ম’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘যার যা ইচ্ছা করুন কিন্তু কেউ বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করবেন না।’
বিয়ের বয়স সংক্রান্ত নীতিগত অবস্থান থেকে কোনো ধরনের বিচ্যুতি কমিশনের কাছে গ্রহণযোগ্য হবে না বলেও তিনি জানিয়ে দেন।’