নিজাম (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বুড়াপীর মাঝার মাঠে খামারিদের মাঝে বিনা মূল্যে মোরগ ও ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার উপস্থিতিতে ভুক্তভোগীদের মাঝে বিনামূল্যে ৫০০ জন মোরগ খামারীদের মাঝে জনপ্রতি সাড়ে ১২ কেজি করে খাদ্য এবং ১২৫ জন ছাগল খামারীদের মাঝে ৫০ কেজি করে খাদ্য বিতরণ করা হয়।
সুবিধাভোগী উপজেলা কদমশ্রী গ্রামের নজরুল ইসলাম জানান, আমার মোরগের খামার রয়েছে, আমাকে বিনামূল্যে সাড়ে ১২ কেজি করে ৮ প্যাকেট খাদ্য পেলাম, গোবিন্দশ্রী গ্রামের সীমা রাণী বলেন, আমার ছাগলের খামার রয়েছে আমি বিনামূল্যে ৫০ কেজি ১ বস্তা খাদ্য পেয়েছি। এতে আমাদের খুবই উপকার হয়েছে।
বাগদাইর গ্রামের বশির বলেন, মোরগের খাদ্যের ৮ প্যাকেট বিনামূল্যে প্রাণিসম্পদ অফিস হতে আমার নামে বরাদ্দ দেয়ায় আমি খুবই আনন্দিত।
মের্সাস তুষার এন্টারপ্রাইজ, সাভার, ঢাকা নামে ঠিকাদারি প্রতিষ্ঠান মোরগ ও ছাগলের খাদ্য সরবরাহ করে। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তায়রান ইকবালসহ ভুক্তভোগী ও গণমাধ্যম কর্মীগণ।