ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির হাল ধরতে আসছেন তারেক রহমানের স্ত্রী জোবায়দা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০১৬
  • ৩০৭ বার

বিএনপির হাল ধরতে আসছেন দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান! এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারেক রহমানের সাজা হওয়ায় হয়তো এ কারণে জোবাইদা রহমানকে দলে জায়গা দিচ্ছেন তিনি।

এদিকে নতুন যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো তাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির দুজন সদস্য নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি।

কাউন্সিলে কমিটি গঠনের একক দায়িত্ব চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেই দেয়া হয়েছে। জানা গেছে, এ দুই পদের বিপরীতে ৫ জনের নাম প্রস্তাব আকারে এসেছে।

সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে ১৯ সদস্যের মধ্যে যে ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে তাতে বেগম খালেদা জিয়া ছাড়া আর কোনো নারী সদস্য নেই।

বিএনপি সূত্র জানায়, সদ্য বিলুপ্ত স্থায়ী কমিটির নারী সদস্য সারোয়ারি

রহমানকে বার্ধক্যজনিত কারণে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। স্থায়ী কমিটির নারী সদস্য হিসেবে শিরিন সুলতানা এবং একজন শিক্ষাবিদের নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত তাদের বিষয়ে সিদ্ধান্ত দেননি বেগম জিয়া।

সূত্র জানিয়েছে, ভবিষ্যৎ রাজনীতির কথা চিন্তা করে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকেই স্থায়ী কমিটিতে নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বেগম জিয়া। কৌশলগত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে আরেকটি পদে আব্দুল্লাহ আল নোমান এবং সাদেক হোসেন খোকাকে নিয়ে দ্বিধায় রয়েছেন বেগম খালেদা জিয়া।

এদিকে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, ম্যাডাম যেটা ভালো মনে করছেন সেটা করছেন। আমার কোনো ব্যক্তিগত প্রতিক্রিয়া নেই।

দলের উপদেষ্টা পরিষদ থেকে ভাইস চেয়ারম্যান হয়েছেন ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম।
শনিবার বিএনপি স্থায়ী কমিটিসহ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন তিনি।

স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে ১৭ জন হলেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. মঈন খান, মাহবুবুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, জমীরউদ্দীন সরকার, তরিকুল ইসলাম, হান্নান শাহ, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস।

কমিটিতে ঠাঁই পেয়েছেন নতুন দুই মুখ। তারা হলেন সালাউদ্দীন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত (কার্যকর) সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও প্রয়াত ড. আর এ গণির জায়গায় এ দুজনকে নেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বিএনপির হাল ধরতে আসছেন তারেক রহমানের স্ত্রী জোবায়দা

আপডেট টাইম : ১১:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০১৬

বিএনপির হাল ধরতে আসছেন দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান! এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারেক রহমানের সাজা হওয়ায় হয়তো এ কারণে জোবাইদা রহমানকে দলে জায়গা দিচ্ছেন তিনি।

এদিকে নতুন যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো তাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির দুজন সদস্য নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি।

কাউন্সিলে কমিটি গঠনের একক দায়িত্ব চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেই দেয়া হয়েছে। জানা গেছে, এ দুই পদের বিপরীতে ৫ জনের নাম প্রস্তাব আকারে এসেছে।

সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে ১৯ সদস্যের মধ্যে যে ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে তাতে বেগম খালেদা জিয়া ছাড়া আর কোনো নারী সদস্য নেই।

বিএনপি সূত্র জানায়, সদ্য বিলুপ্ত স্থায়ী কমিটির নারী সদস্য সারোয়ারি

রহমানকে বার্ধক্যজনিত কারণে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। স্থায়ী কমিটির নারী সদস্য হিসেবে শিরিন সুলতানা এবং একজন শিক্ষাবিদের নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত তাদের বিষয়ে সিদ্ধান্ত দেননি বেগম জিয়া।

সূত্র জানিয়েছে, ভবিষ্যৎ রাজনীতির কথা চিন্তা করে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকেই স্থায়ী কমিটিতে নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বেগম জিয়া। কৌশলগত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে আরেকটি পদে আব্দুল্লাহ আল নোমান এবং সাদেক হোসেন খোকাকে নিয়ে দ্বিধায় রয়েছেন বেগম খালেদা জিয়া।

এদিকে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, ম্যাডাম যেটা ভালো মনে করছেন সেটা করছেন। আমার কোনো ব্যক্তিগত প্রতিক্রিয়া নেই।

দলের উপদেষ্টা পরিষদ থেকে ভাইস চেয়ারম্যান হয়েছেন ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম।
শনিবার বিএনপি স্থায়ী কমিটিসহ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন তিনি।

স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে ১৭ জন হলেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. মঈন খান, মাহবুবুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, জমীরউদ্দীন সরকার, তরিকুল ইসলাম, হান্নান শাহ, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস।

কমিটিতে ঠাঁই পেয়েছেন নতুন দুই মুখ। তারা হলেন সালাউদ্দীন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত (কার্যকর) সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও প্রয়াত ড. আর এ গণির জায়গায় এ দুজনকে নেয়া হয়েছে।