বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের নেতৃত্ব দিতে হলে জামায়াতকে তার জোট থেকে বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি।
রাজধানীর মতিঝিলে কৃষক-শ্রমিক-জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকি বলেন, ‘আমি গতকাল খালেদা জিয়ার কার্যালয়ে জাতীয় ঐক্য গড়তে যাইনি। আমি গিয়েছিলাম খালেদার সাথে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। তার সাথে আলোচনার এক পর্যায় আমি তাকে বলেছি দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় নেতৃত্ব দিতে হলে জামায়াতকে তার জোট থেকে বাদ দিতে হবে।’
তিনি বলেন, ‘আমি খালেদা জিয়ার কাছে প্রস্তাব দিয়েছি জামায়াতকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার বলেন, তিনি যেন তার নেতৃত্বে সবাইকে এক সাথে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলেন। বার বার বলার পরেও যদি প্রধানমন্ত্রী ঐক্য গড়তে ব্যর্থ হয়ে তখন এর দায়িত্ব আপনাকে নিতে হবে। আর এর পরে আপিনও যদি ব্যর্থ হন তাহলে দেশের কল্যাণে এই দায়িত্ব অন্য কাউকে নিতে হবে।’
খালেদা জিয়ার আগে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সবার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। কিন্তু তিনি বিদেশ থেকে ফিরে এসে বললেন জাতীয় ঐক্য হয়ে গেছে। আসলে উনার নেতৃত্বে কোনো ঐক্যই হয়নি। জামায়াত নিয়ে যেমন ঐক্য হবে না তেমনি বঙ্গবন্ধুর সরকারকে উৎখাতের চেষ্টা করা গণবাহিনীকে নিয়েও হবে না। তাই জামায়াত ও গণবাহিনীকে বাদ দিয়ে আমাদের দেশের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকির স্ত্রী বেগম নাসরিন কাদের সিদ্দিকি, কৃষক-শ্রমিক-জনতা লীগের কেন্দ্রীয় কমিটির নেতা এ এইচ আব্দুল হাই ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।