খালেদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১১ আগষ্ট পর্যন্ত মুলতবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার স্বাক্ষ্যগ্রহণ আগামী ১১ আগষ্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বৃস্পতিবার বকশিবাজারে গঠিত আবু আহমেদ জমাদারের বিশেষ আদালত এ আদেশ দেন।

আদালতে এ মামলার ১৮তম স্বাক্ষী মেহমুদ হাসানকে তারেক রহমানের আইননজীবী অ্যাডভোকেট বোরহান উদ্দিন জেরা করেন। মামলার ১৯, ২০ ও ২১তম স্বাক্ষীর জবাববন্দি গ্রহণ করা হয়। তবে এ স্বাক্ষীদের জেরা গ্রহণের জন্য ১৮ আগষ্ট দিন নির্ধারণ করা হয়েছে।

খালেদার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান অসুস্থ থাকায় আদালত জেরার কার্যক্রম মুলতবি করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর