ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের পর নয়া দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে যাওয়ার কথা রয়েছে, এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফরে যাবেন। তবে ভারতের নির্বাচনের পরে। সেটা কখন হবে সেটি নিয়ে কোনো আলোচনা অফিসিয়াল লেভেলে হয়নি। আপনি যে সংবাদটি পত্রিকায় দেখেছেন, আমিও দেখেছি।’
বাংলাদেশে কাতারের আমিরের সফর প্রসঙ্গে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘এটি এখনো বলার সময় আসেনি। আমরা সেটি নিয়ে ব্রিফ করব।’
এদিকে, আগামী জুলাইয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার দেশে যেতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। পরে জুলাইয়ে চীন সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শেখ হাসিনা