সাহেল আহমেদের মতে, গত বছরও বোনের জন্য তিনি নিউ মার্কেট থেকে একই ধরনের জামা কিনেছেন সাড়ে চার শ টাকায়। নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনী চক ও মৌচাক মার্কেটের আশপাশের ফুটপাতের দোকানে ছিল প্রচুর মানুষের ভিড়। আশপাশের জনপ্রিয় বিপণিবিতানগুলোর সঙ্গে পাল্লা দিয়ে দামদর আর কেনাকাটা হয়েছে সেখানে।
রামপুরা থেকে মৌচাকে এসেছিলেন রাবেয়া ও তাঁর ছোট বোন রোদসী। দুজনই শিক্ষার্থী। ঈদের জন্য পোশাক, প্রসাধনী ও সাজসজ্জার জিনিসপাতি কেনার পরিকল্পনা তাঁদের। রাবেয়া বললেন, বিপণিবিতানে দুই ঘণ্টা ঘুরেছেন তাঁরা। তারপর ফুটপাত থেকেও একই নকশার দুটি জামা কিনেছেন। তাঁরাও বললেন, এবার পোশাকের বাজার বেশ চড়া।
মৌচাকের আয়শা শপিং কমপ্লেক্সের সামনে পোলো ও টি-শার্ট বিক্রয় করছিলেন সাইদুল ইসলাম। এক দরের নোটিশ টানিয়ে প্রতিটি পোলো শার্ট ৩০০ টাকায় বিক্রি করছেন তিনি। কালের কণ্ঠকে সাইদুল বলেন, ফুটপাতে কেনাকাটা করতে এসে ক্রেতারা দামদর করতেই থাকেন। এবার পোশাকের দাম বেশি। একটি পোলো শার্ট কোনোভাবেই ৩০০ টাকার কমে বেচা সম্ভব নয়। তাই বেশি কথা ও ঝামেলা এড়াতে একদরের নোটিশ টাঙিয়েছেন। তার পরও ক্রেতারা দামাদামি করছেন।
শাহজাদপুরের ব্যস্ত সুবাস্তু নজরভ্যালী শপিং মলের বাইরেও ফুটপাতের বাজার বেশ জমজমাট। সেখানে পাওয়া যাচ্ছে পোশাক-আশাক, জুতা ও সাজসজ্জার উপকরণ। প্রতিবছরই এই ফুটপাতে ব্যবসা করেন মানিক মিয়া। কালের কণ্ঠকে তিনি বললেন, এবার এখনো ব্যবসা জমেনি। গত শুক্র ও শনিবার কিছু ব্যবসা হয়েছে। তবে লোকজন বেতন-ভাতা পেলে দু-এক দিনের ভেতরই জোরসে কেনাকাটা শুরু হবে বলে তাঁর আশা।