পশ্চিমবঙ্গের নাম বদলে হচ্ছে ‘বঙ্গ’ বা ‘বাংলা’

ভারতের পশ্চিমবঙ্গকে এই নামে ডাকতে নারাজ রাজ্য সরকার। আর তাই নাম বদলের জন্য একটি প্রস্তাব মঙ্গলবার পার্লামেন্টে উত্থাপন হলে তা সমর্থনও পেয়ে যায়। প্রস্তাবে পশ্চিমবঙ্গের পরিবর্তে ‘বাংলা’ বা ‘বঙ্গ’ রাখার সুপারিশ করা হয়। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গকে ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং বাংলায় ‘বঙ্গ’ বা ‘বাংলা’ নামে লেখায় মত দেন পার্লামেন্টের সদস্যরা।

পার্লামেন্ট প্রস্তাবটিতে সমর্থন দেয়ায় এখন তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। অবশ্য তার আগে রাজ্য সরকারের অনুমোদনের প্রয়োজন হবে। এজন্য খুব শিগগিরই বিশেষ অধিবেশনের আয়োজন করা হতে পারে। তৃণমূল কংগ্রেস নাম পরিবর্তনের পক্ষে থাকায় সভায় তা পাসও হয়ে যাবে বলে জানা গেছে। কেননা, এই দলটিই সভায় সংখ্যাগরিষ্ঠ।

পশ্চিমবঙ্গে আগেও নাম বদলের নজির রয়েছে। আগে ‘কলকাতা’ বাংলায় উচ্চারিত কিংবা লেখা হলেও ইংরেজিতে উল্লেখ করা হতো ‘ক্যালকাটা’ নামে। পরে ব্রিটিশ আমলের এই নাম পরিবর্তন করে Kolkata রাখা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর