ভুটানের রাজা কুড়িগ্রামে আসছেন আজ

আজ বৃহস্পতিবার ভুটানের রাজা জিগমে খেসার নাময়িগেল ওয়াংচুক কুড়িগ্রামে আসছেন। পরিদর্শন করবেন ধরলার পাড়ের কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত জায়গা। পরে তিনি সড়ক পথে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটানে যাবেন। এ জন্য সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

ভুটানের রাজা সকাল সাড়ে ১০টায় সস্ত্রীক ১৪ জন সফর সঙ্গি নিয়ে সৈয়দপুর বিমান বন্দরে অবতরনের পর সড়ক পথে এসে দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছাবেন। সেখানে দুপুরের ভোজ সেরে দেড়টায় অর্থনৈতিক অঞ্চলের জায়গা পরিদর্শন শেষে সড়ক পথে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে নিজ দেশে যাবেন ভুটানের রাজা।

এদিকে ভুটানের রাজা আসার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ও ব্যবসায়ীরা। আর রাজাকে বরণে নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন

ধরলার পাড়ে ২১৯ একর জমির উপর গড়ে তোলা হবে জিটুজি ভিত্তিতে এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
কুড়িগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল আজিজ জানান, ধরলার পাড়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হলে সড়ক, নদী ও রেল পথের সুবিধা মিলবে। এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হবে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. সাইদুল আরীফ জানান, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত জায়গায় ১৫ মিনিট অবস্থান করবেন ভুটানের রাজা। তারপর সড়ক পথে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটানে যাবেন। রাজার আগমনে সব ধরনের প্রস্তুতির নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর