ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নিঃশেষের ষড়যন্ত্র থেমে নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০১৬
  • ২৫৫ বার

বছর ঘুরে আগস্ট এসেছে ফের শোকের বার্তা নিয়ে। পিতা হারানোর শোকে মুহ্যমান গোটা জাতি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা বিশেষ টার্গেট করে বঙ্গবন্ধু পরিবারের ওপর হত্যাযজ্ঞ চালায়; যাতে পরবর্তীতে বঙ্গবন্ধুর বংশধর কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে। এ কারণে শিশু শেখ রাসেলকেও ঘাতকেরা রেহাই দেয়নি সেদিন। বঙ্গবন্ধুর উত্তরাধিকারীদের হত্যার ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে।

পঁচাত্তরের ১৫ আগস্ট দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহেনা। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে দলের হাত ধরেন শেখ হাসিনা। একই বছর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

দেশে আসার পরপরই শেখ হাসিনার চলাচলের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করে জিয়াউর রহমানের সামরিক সরকার। এমনকি দেশে ফেরার প্রথম দিন বঙ্গবন্ধুর বাড়িতে পর্যন্ত তাকে যেতে দেওয়া হয়নি নিরাপত্তার অজুহাত দেখিয়ে। ঝড়ো বৃষ্টির ওইদিনে তাকে আশ্রয় নিতে হয় ফুফাতো ভাই শেখ সেলিমের বাসায়।

শেখ হাসিনার রাজনৈতিক পরিধি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনও হুমকির মুখে পড়ে। তার ওপর প্রকাশ্যে প্রথম হামলা হয় ১৯৮৩ সালে। ওইদিন চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। শেখ হাসিনার গাড়ি বহরে পুলিশ গুলি চালালে আওয়ামী লীগের ১২ কর্মী নিহত হন। প্রাণে রক্ষা পান বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার সবচেয়ে বড় ষড়যন্ত্র হয়েছিল। ওইদিন বঙ্গবন্ধু এভিউনিউয়ে জঙ্গি ও সাম্প্রদায়িকতাবিরোধী এক জনসভায় বক্তব্য দেন তিনি। বক্তব্য শেষ হতেই শেখ হাসিনার ওপর অতর্কিত গ্রেনেড হামলা চালানো হয়।

ওইদিনের গ্রেনেড হামলায় মারাত্মক আহত হন শেখ হাসিনা। তিনি বেঁচে গেলেও দলের ২৬ নেতাকর্মী নিহত হন। মারা যান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানও। এর আগে, শেখ হাসিনাকে হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হয় ২০০০ সালে। ওই বছর ২০ জুলাই টুঙ্গিপাড়ার কোটালীপাড়ায় শেখ হাসিনার এক সমাবেশস্থলে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়।

যদিও বোমাটি বিস্ফোরিত হওয়ার আগেই ঘটনা ফাঁস হয়ে যায়। ওই হামলার সঙ্গে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) জড়িত ছিল বলে দাবি করা হয়।

শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নয়, তার পুত্র এবং বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কেও হত্যা চেষ্টা চলছে বলে প্রমাণ মিলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়কে হত্যা চেষ্টার অভিযোগে আমেরিকা প্রবাসী বিএনপির এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠে। মোহাম্মদ উল্লাহ মামুন নামের অভিযুক্ত ওই ব্যক্তি বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি। হত্যা ষড়যন্ত্রের অভিযোগে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকার তাকে তিন বছরের সাজা দিয়েছেন।

এ ছাড়া ১৯৮৯ সালের ১০ অাগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে ফ্রিডম পার্টির নেতৃত্বে হামলার ঘটনা, ২০০২ সালের ৩০ অাগস্ট সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি কার্যালয়ের সামনে গাড়িবহরে হামলাসহ শেখ হাসিনাকে ১৯ বার হত্যা চেষ্টা চলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নিঃশেষের ষড়যন্ত্র থেমে নেই

আপডেট টাইম : ১২:৩৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০১৬

বছর ঘুরে আগস্ট এসেছে ফের শোকের বার্তা নিয়ে। পিতা হারানোর শোকে মুহ্যমান গোটা জাতি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা বিশেষ টার্গেট করে বঙ্গবন্ধু পরিবারের ওপর হত্যাযজ্ঞ চালায়; যাতে পরবর্তীতে বঙ্গবন্ধুর বংশধর কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে। এ কারণে শিশু শেখ রাসেলকেও ঘাতকেরা রেহাই দেয়নি সেদিন। বঙ্গবন্ধুর উত্তরাধিকারীদের হত্যার ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে।

পঁচাত্তরের ১৫ আগস্ট দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহেনা। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে দলের হাত ধরেন শেখ হাসিনা। একই বছর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

দেশে আসার পরপরই শেখ হাসিনার চলাচলের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করে জিয়াউর রহমানের সামরিক সরকার। এমনকি দেশে ফেরার প্রথম দিন বঙ্গবন্ধুর বাড়িতে পর্যন্ত তাকে যেতে দেওয়া হয়নি নিরাপত্তার অজুহাত দেখিয়ে। ঝড়ো বৃষ্টির ওইদিনে তাকে আশ্রয় নিতে হয় ফুফাতো ভাই শেখ সেলিমের বাসায়।

শেখ হাসিনার রাজনৈতিক পরিধি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনও হুমকির মুখে পড়ে। তার ওপর প্রকাশ্যে প্রথম হামলা হয় ১৯৮৩ সালে। ওইদিন চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। শেখ হাসিনার গাড়ি বহরে পুলিশ গুলি চালালে আওয়ামী লীগের ১২ কর্মী নিহত হন। প্রাণে রক্ষা পান বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার সবচেয়ে বড় ষড়যন্ত্র হয়েছিল। ওইদিন বঙ্গবন্ধু এভিউনিউয়ে জঙ্গি ও সাম্প্রদায়িকতাবিরোধী এক জনসভায় বক্তব্য দেন তিনি। বক্তব্য শেষ হতেই শেখ হাসিনার ওপর অতর্কিত গ্রেনেড হামলা চালানো হয়।

ওইদিনের গ্রেনেড হামলায় মারাত্মক আহত হন শেখ হাসিনা। তিনি বেঁচে গেলেও দলের ২৬ নেতাকর্মী নিহত হন। মারা যান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানও। এর আগে, শেখ হাসিনাকে হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হয় ২০০০ সালে। ওই বছর ২০ জুলাই টুঙ্গিপাড়ার কোটালীপাড়ায় শেখ হাসিনার এক সমাবেশস্থলে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়।

যদিও বোমাটি বিস্ফোরিত হওয়ার আগেই ঘটনা ফাঁস হয়ে যায়। ওই হামলার সঙ্গে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) জড়িত ছিল বলে দাবি করা হয়।

শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নয়, তার পুত্র এবং বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কেও হত্যা চেষ্টা চলছে বলে প্রমাণ মিলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়কে হত্যা চেষ্টার অভিযোগে আমেরিকা প্রবাসী বিএনপির এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠে। মোহাম্মদ উল্লাহ মামুন নামের অভিযুক্ত ওই ব্যক্তি বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি। হত্যা ষড়যন্ত্রের অভিযোগে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকার তাকে তিন বছরের সাজা দিয়েছেন।

এ ছাড়া ১৯৮৯ সালের ১০ অাগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে ফ্রিডম পার্টির নেতৃত্বে হামলার ঘটনা, ২০০২ সালের ৩০ অাগস্ট সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি কার্যালয়ের সামনে গাড়িবহরে হামলাসহ শেখ হাসিনাকে ১৯ বার হত্যা চেষ্টা চলে।