নিজেদের ব্যর্থতা ঢাকতে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপি নেতা এ মন্তব্য করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিক্রিয়ায় এ সভার আয়োজন করা হয়।
বিএনপি নেতা বলেন, জঙ্গি দমনে বিএনপির ডাকা জাতীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়েই হবে। তিনি বলেন, জনগণকে ধোঁকা দিতে এবং বিরোধী পক্ষকে বেকায়দায় ফেলতেই সরকার নীলনকশা করছে আর সন্ত্রাস দমনে ঐক্য করছে সন্ত্রাসীদের সঙ্গে।
হান্নান শাহর অভিযোগ, এ সরকারই জঙ্গিবাদের মদদ দিচ্ছে আবার তারাই জঙ্গি দমনের নাম করে জনগণের চোখে ধুলো দিতে নামমাত্র নানা কর্মসূচি দিচ্ছে।