ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

এমবাপ্পের গোলে সেমিফাইনালে পিএসজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • ৫২ বার

কিলিয়ান এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে উঠেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।  বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে নিসকে।

এদিন ম্যাচের ১৪ মিনিটেই এমবাপ্পে গোল করে এগিয়ে নেন দলকে। এ সময় ফাবিয়ান রুইজের কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে গোলরক্ষকের পায়ের ফাঁকা দিয়ে জালে জড়ান এমবাপ্পে।

৩৩ মিনিটের মাথায় রুইজ নিজেও গোল পান। এ সময় নিসের গোলরক্ষকের ভুলে উসমানে দেম্বেলের বাড়িয়ে দেওয়া বলে বাম পায়ে শট নিয়ে ফাঁকা পোস্টে জড়ান রুইজ। তাতে ২-০ গোলে লিড নেয় পিএসজি।

তবে বিরতিতে যাওয়ার আগে একটি গোল শোধ দেয় নিস। ৩৭ মিনিটের মাথায় নিসের গায়েতান লাবোর্ডি হাফ-ভলিতে গোল করে ব্যবধান কমান।

বিরতির পর ৬০ মিনিটে কর্নার পায় পিএসজি। এ সময় কর্নার থেকে আসা বলে হেড নিয়ে জালে জড়ান লুকাস বারালদো। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

আগামী মাসে (৩ এপ্রিল) সেমিফাইনালে রেনাইসের মুখোমুখি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

এমবাপ্পের গোলে সেমিফাইনালে পিএসজি

আপডেট টাইম : ১০:৫৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

কিলিয়ান এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে উঠেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।  বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে নিসকে।

এদিন ম্যাচের ১৪ মিনিটেই এমবাপ্পে গোল করে এগিয়ে নেন দলকে। এ সময় ফাবিয়ান রুইজের কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে গোলরক্ষকের পায়ের ফাঁকা দিয়ে জালে জড়ান এমবাপ্পে।

৩৩ মিনিটের মাথায় রুইজ নিজেও গোল পান। এ সময় নিসের গোলরক্ষকের ভুলে উসমানে দেম্বেলের বাড়িয়ে দেওয়া বলে বাম পায়ে শট নিয়ে ফাঁকা পোস্টে জড়ান রুইজ। তাতে ২-০ গোলে লিড নেয় পিএসজি।

তবে বিরতিতে যাওয়ার আগে একটি গোল শোধ দেয় নিস। ৩৭ মিনিটের মাথায় নিসের গায়েতান লাবোর্ডি হাফ-ভলিতে গোল করে ব্যবধান কমান।

বিরতির পর ৬০ মিনিটে কর্নার পায় পিএসজি। এ সময় কর্নার থেকে আসা বলে হেড নিয়ে জালে জড়ান লুকাস বারালদো। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

আগামী মাসে (৩ এপ্রিল) সেমিফাইনালে রেনাইসের মুখোমুখি হবে।