ততক্ষণে চারদিকে শুরু হয়েছে জাকের আলীকে নিয়ে স্তুতি। সিরিজের প্রথম টি২০ ম্যাচে বাংলাদেশ ৩ রানে হেরেছে বটে, তবে জাকেরের ৩৪ বলে ৬৮ রানের তাণ্ডব দেখে রীতিমতো মুগ্ধ সবাই। ইনিংসটি এই ক্রিকেটারের জন্য আরও স্মরণীয় হয়ে থাকবে অভিষেক ম্যাচ বলেও। এখানেই শেষ নয়, সিলেটে অভিষেক আরও এক কারণে মনে গেঁথে থাকবে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে আলো ছড়িয়ে জাতীয় দলে ঢোকা এই ব্যাটারের।
গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানীয় সাংবাদিক হিসেবে ম্যাচটি কাভার করেন শাকিলা ববি, যিনি সম্পর্কে জাকেরের আপন বোন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভাইকে প্রশ্নও করেন তিনি। একটি জাতীয় দৈনিকের সিলেট প্রতিনিধি হিসেবে কাজ করা শাকিলার প্রশ্ন ছিল, ‘যেহেতু সিলেটের ছেলে আপনি, ঘরের মাঠে আপনি পারফর্ম করলেন; যারা দর্শক ছিল, সবাই আপনার নাম ধরে চিৎকার করছিল, কেমন উপভোগ করেছেন?’
বোনের প্রশ্নে ভাইয়ের (জাকের) উত্তর, ‘আমি সব সময় সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির অভিষেকও এখানে। উইকেট খুব ভালো ছিল। সবকিছুই ঠিক ছিল, যদি ম্যাচটা জিততে পারতাম আরও ভালো লাগত। ’
জাকেরের আপু বলে সম্বোধনে প্রেসবক্সে সবাই ততক্ষণে জেনে গেছেন, যিনি প্রশ্ন করেছেন, তিনি জাকেরের আপন বোন। বোন প্রশ্ন করলেন, ভাই দিলেন উত্তর-এমন ঘটনা তো বাংলাদেশ ক্রিকেটে বিরলই বটে। এমন কিছুর সাক্ষী হওয়ার পর জাকের কতটা গর্বিত জানতে চেয়েছিলেন আরেক সাংবাদিক। জাকের বলেছেন, ‘এটা গর্বের বিষয়। সবই আল্লাহর মেহেরবানি। ’
তা জাকের গর্বিত হতেই পারেন। বাংলাদেশ হারলেও যে দেশের হয়ে আন্তর্জাতিক টি২০ অভিষেকে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক যে বনে গেছেন তিনি। এছাড়া নিজের ইনিংসটি তিনি সাজিয়েছেন ছয় ছক্কায়, যা বাংলাদেশি কোনো ব্যাটারের ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।