নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (শহীদ দিবস) – ২০২৪। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী-২০২৪) উপজেলা পাবলিক হল প্রাঙ্গনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাত ১০ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মহান স্বাধীনতা ও একুশের চেতনায় উজ্জীবিত সাহিত্য বিষয়ক সংগঠন “জলময়ূর সাহিত্য অঙ্গন” এর পরাগায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারপর মহান ভাষা শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করতে সর্ব শ্রেণী মানুষের ঢল নামে।
বুধবার (২১ ফেব্রুয়ারী-২০২৪) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া’র সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম. আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তা. শামীম, জেলা পরিষদ সদস্য মনিরুল হাসান টিটু, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নূরুল হুদা খান, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ, নারী নেত্রী আয়েশা আক্তার, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, শিক্ষক, কবি, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মী প্রমুখ।