ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে সবচেয়ে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই মহাযজ্ঞের অপেক্ষায় থাকেন বিশ্বের কোটি কোটি ক্রীড়াপ্রেমী। এবার জানা গেল, উন্মাদনায় ভরপুর এই টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ।আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএলের আসন্ন আসর। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ভারতের মাটিতে এবারের আইপিএল হবে কি না, তা নিয়ে নানান শঙ্কা ছিল। এবার সব জল্পনা উড়িয়ে তিনি জানালেন, সেখানেই হবে এবারের এই মহাযজ্ঞ।
জানা গেছে, ভারতের লোকসভা নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের পরই আইপিএলের সূচি প্রকাশ করা হবে। এ নিয়ে দায়িত্বরতদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে অরুণ ধুমালের ভাষ্য, আমরা ২২ মার্চ টুর্নামেন্ট শুরু করার কথা ভাবছি। সরকারি এজেন্সিগুলির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। প্রথমে আমরা প্রাথমিক সূচি প্রকাশ করব। পুরো টুর্নামেন্টটি ভারতেই অনুষ্ঠিত হবে। পরের মাসে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে।