ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • ২৪ বার

তীব্র শীতে নাকাল দেশের মানুষ। ঠান্ডাজনিত নানা রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এমন অবস্থায় শীতে স্কুল বন্ধ করা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ রাখা যাবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের ঢাকা মেইলকে এই তথ্য জানান।

এই কর্মকর্তা বলেন, চিঠি সংশোধন করা হচ্ছে। ১৭ ডিগ্রি নয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে সেসব জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।

এর আগে মাউশির জরুরি নির্দেশনায় বলা হয়েছিল, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকেরা সেসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেবেন। সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হওয়া পর্যন্ত সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বলেও আগের নির্দেশনায় উল্লেখ করা হয়।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত চিঠিতে সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছিল। এই কর্মকর্তা সন্ধ্যায় ঢাকা মেইলকে জানান, সেই নির্দেশনা সংশোধন করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হয়েছে।

গত কয়েক দিন ধরে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় জেঁকে বসেছে শীত। এবারের শীতের অনুভূতি বেশি হওয়ায় ভোগান্তিতে পড়েছে মানুষ। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে অনেক এলাকার জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাচ্ছে। রাজধানী ঢাকায়ও পড়েছে প্রচণ্ড শীত। মঙ্গলবারও ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের একটু বেশি।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) খুলনা বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। বুধবার (১৭ জানুয়ারি) এই বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জেলায়। আবহাওয়া অধিদফতর বলেছে, বুধবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মাঘের হাড় কাঁপানো শীতের মধ্যে বৃষ্টি হলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আপডেট টাইম : ১১:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

তীব্র শীতে নাকাল দেশের মানুষ। ঠান্ডাজনিত নানা রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এমন অবস্থায় শীতে স্কুল বন্ধ করা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ রাখা যাবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের ঢাকা মেইলকে এই তথ্য জানান।

এই কর্মকর্তা বলেন, চিঠি সংশোধন করা হচ্ছে। ১৭ ডিগ্রি নয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে সেসব জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।

এর আগে মাউশির জরুরি নির্দেশনায় বলা হয়েছিল, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকেরা সেসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেবেন। সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হওয়া পর্যন্ত সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বলেও আগের নির্দেশনায় উল্লেখ করা হয়।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত চিঠিতে সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছিল। এই কর্মকর্তা সন্ধ্যায় ঢাকা মেইলকে জানান, সেই নির্দেশনা সংশোধন করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হয়েছে।

গত কয়েক দিন ধরে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় জেঁকে বসেছে শীত। এবারের শীতের অনুভূতি বেশি হওয়ায় ভোগান্তিতে পড়েছে মানুষ। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে অনেক এলাকার জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাচ্ছে। রাজধানী ঢাকায়ও পড়েছে প্রচণ্ড শীত। মঙ্গলবারও ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের একটু বেশি।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) খুলনা বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। বুধবার (১৭ জানুয়ারি) এই বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জেলায়। আবহাওয়া অধিদফতর বলেছে, বুধবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মাঘের হাড় কাঁপানো শীতের মধ্যে বৃষ্টি হলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।