আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন ৩৬ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী হচ্ছেন।
কিন্ত শেখ হাসিনা সরকারের নতুন মন্ত্রীসভায় অর্থনীতি নিয়ে কাজ করার অভিজ্ঞতা আর কারও নেই। ফলে প্রশ্ন উঠেছে নতুন সরকারে অর্থনীতির কঠিন চ্যালেঞ্জ সামলাবে কে? যদিও নতুন মন্ত্রিসভায় এখনও আরও কয়েকজন নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে নির্বাচিত কেউ নাকি টেকনোক্রেট কাউকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে চলছে নানা আলোচনা।
সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আব্দুল মুহিত রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নিলে গত সরকারে ১১তম অর্থমন্ত্রী হিসেবে জায়গা পেয়েছিলেন আ হ ম মুস্তফা কামাল। তিনি এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ে সফল হলেও অর্থমন্ত্রী হিসেবে ব্যর্থ ছিলেন মুস্তফা কামাল। দীর্ঘদিন তাকে মন্ত্রণালয়ে দেখা যায়নি। এ নিয়ে নানা সমালোচনাও ছিল।
অপরদিকে অর্থ প্রতিমন্ত্রী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে। কিন্ত এবার তাকেও কোনো মন্ত্রণালয়ে রাখা হয়নি।