স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের হত্যাকারী পলাতক দন্ডপ্রাপ্ত ৬ জন আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড এলার্ট জারি করা হয়েছে।
তিনি আজ জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত বেগম হোসেনে আরা লুৎফা ডালিয়ার লিখিত প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী ইন্টারপোল সদস্যভুক্ত সকল দেশের এনসিবিকে পলাতক ৬ জন আসামি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করা হয়েছে। সাজাপ্রাপ্ত পালাতক আসামিদের মধ্যে চৌধুরী এ এম রাশেদ যুক্তরাষ্ট্রে আছেন। চৌধুরী এসএইচএম বি নুর রয়েছেন কানাডাতে। পলাতাক অন্য আসামিদের মধ্যে শরিফুল হক ডালিম, ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ, রিসালাদার মোসলে উদ্দিন এবং লে. কর্নেল আব্দুল রশীদের অবস্থান জানার জন্য ইন্টারপোলের সহায়তায় সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।