হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে দুই জেলের বড়শিতে ফের ধরা পড়ল ২৮ কেজি ওজনের দুইটি কোরাল মাছ। পরে মাছ দুটি ২৯ হাজার চারশ টাকায় বিক্রি হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়ন ওয়াব্রাং এলাকায় ধরা পরে মাছ দুটি।
জেলে মোহাম্মদ ইসমাইল ও জামাল জানান, সকালে বড়শি নিয়ে নাফ নদীর ওয়াব্রাং এলাকায় মাছ ধরতে যান। প্রায় ২ ঘণ্টা পর বড়শিতে ২৮ কেজি ওজনের দুইটি বড় কোরাল ধরা পড়ে। এরপর মাছ দুটি হ্নীলা বাজারে কেজি ১০৫০ টাকা করে ২৯ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।
মাছ ব্যবসায়ী আলী আহমদ জানান, নাফ নদীতে মাঝেমাঝেই জেলেদের বড়শিতে বড় কোরালসহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়ে। কেনা মাছটি বেশি দামে বিক্রি করার জন্য কক্সবাজারের নেওয়া হবে।
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে এই মাছ সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর থেকেও বেশি ওজনের কোরাল পাওয়া যায়। নাফ নদের মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন।