এক সঙ্গে কাজ করলে সন্ত্রাসীরা পরাজিত হবে: নিশা দেশাই

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, জঙ্গি, সন্ত্রাসী ও চরমপন্থী দমনে এক সঙ্গে কাজ করলে অবশ্যই সন্ত্রাসীরা পরাজিত হবে। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে নিশা দেশাই সাংবাদিকদের বলেন, ‘এই দেশের প্রতি সমর্থনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মার্কিন সহায়তা আগের মতোই থাকবে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি সন্ত্রাস দমনে বাংলাদেশের সক্ষমতা তৈরিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব দিয়েছেন। একইসঙ্গে সন্ত্রাস দমনে দেশটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। দুদিনের সফরে রবিবার সকালে ঢাকায় এসেছেন নিশা দেশাই। তার এ সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর