হাওর বার্তা ডেস্কঃ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন যাত্রাবাড়ী, কদমতলী ও শ্যামপুর থানা আওয়ামী লীগ।
বুধবার সকালে ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনুর নেতৃত্বে যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
মনু এমপি বলেন, সংবিধান মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে তফশিল ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিন জিয়া, আব্দুল আজিজ, শামীম আহমেদ প্রমুখ।
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের ১৪ দলের সমন্বয়ক ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্নার নেতৃত্বে যাত্রাবাড়ী শেখ রাসেল পার্কের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল হয়।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সির আবুল কালাম অনুসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল হয়।
ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমের নেতৃত্বে জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ড. জগলুল কবির শ্যামপুর ইকোপার্কের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সহকারী সচিব ড. আওলাদ হোসেনের নেতৃত্বে জুরাইন ফ্লাইওভারের নিচে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবু নেতাকর্মীদের নিয়ে দোলাইপাড় গোল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ আলমগীর প্রমুখ।