ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যে ওয়াদা করলে সমাবেশের অনুমতি পাবে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • ৪৭ বার

বিএনপি অরাজকতা ও জনদুর্ভোগ সৃষ্টি না করার ওয়াদা করলে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের অনুমতি পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল পাঠাগার ও মধুবাগ খেলার মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘(বিএনপি) যদি কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করবেন না, তাহলে আমরা বাধা দেব না। আমার মনে হয় কমিশনার (ডিএমপি কমিশনার) তাদের অনুমতি দেবেন, যদি তারা ওয়াদা করেন তারা কোনো জনদুর্ভোগ সৃষ্টি করবেন না।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি পালন করা সব রাজনৈতিক দলের অধিকার। তারা মিছিল করবে, মিটিং করবে, জনসমাবেশ করবে। কোনো আন্দোলন আমরা বন্ধ করি না। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে তারা সারাদেশের শাসনভার নেবে। জনগণের কাছে ক্ষমা চেয়ে যদি তারা জয়ী হতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই।’

তিনি বলেন, ‘তবে তারা ঢাকা অচল করে দিলে, ভাঙচুর-অগ্নিসংযোগ করলে দেশের মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হবে এবং মানুষ বিদেশে যেতে পারবে না- এমন হলে আমাদেরও কিছু কর্তব্য থাকে। আমাদের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি রাজনৈতিকভাবে বিএনপির কর্মসূচি মোকাবিলা করার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবর নিয়ে অনেকে অনেক কথা বলছেন। বিএনপির দিক থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের দেশের মানুষ কোনো দিন সন্ত্রাস-জঙ্গিবাদ চায় না। আমাদের দেশের মানুষ সবসময় শান্তিতে থাকতে চায়। আলোকিত বাংলাদেশ দেখতে চায়, এগিয়ে যেতে চায়। আর পেছনের দিকে তাকাতে চায় না। এ দেশের মানুষ যখন তাদের (বিএনপি) দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন তারা আবারও দেশকে অকার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৈমুর রেজা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

যে ওয়াদা করলে সমাবেশের অনুমতি পাবে বিএনপি

আপডেট টাইম : ১২:০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

বিএনপি অরাজকতা ও জনদুর্ভোগ সৃষ্টি না করার ওয়াদা করলে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের অনুমতি পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল পাঠাগার ও মধুবাগ খেলার মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘(বিএনপি) যদি কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করবেন না, তাহলে আমরা বাধা দেব না। আমার মনে হয় কমিশনার (ডিএমপি কমিশনার) তাদের অনুমতি দেবেন, যদি তারা ওয়াদা করেন তারা কোনো জনদুর্ভোগ সৃষ্টি করবেন না।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি পালন করা সব রাজনৈতিক দলের অধিকার। তারা মিছিল করবে, মিটিং করবে, জনসমাবেশ করবে। কোনো আন্দোলন আমরা বন্ধ করি না। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে তারা সারাদেশের শাসনভার নেবে। জনগণের কাছে ক্ষমা চেয়ে যদি তারা জয়ী হতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই।’

তিনি বলেন, ‘তবে তারা ঢাকা অচল করে দিলে, ভাঙচুর-অগ্নিসংযোগ করলে দেশের মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হবে এবং মানুষ বিদেশে যেতে পারবে না- এমন হলে আমাদেরও কিছু কর্তব্য থাকে। আমাদের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি রাজনৈতিকভাবে বিএনপির কর্মসূচি মোকাবিলা করার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবর নিয়ে অনেকে অনেক কথা বলছেন। বিএনপির দিক থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের দেশের মানুষ কোনো দিন সন্ত্রাস-জঙ্গিবাদ চায় না। আমাদের দেশের মানুষ সবসময় শান্তিতে থাকতে চায়। আলোকিত বাংলাদেশ দেখতে চায়, এগিয়ে যেতে চায়। আর পেছনের দিকে তাকাতে চায় না। এ দেশের মানুষ যখন তাদের (বিএনপি) দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন তারা আবারও দেশকে অকার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৈমুর রেজা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল ইসলাম প্রমুখ।