রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারীদের হামলার ঘটনায় নিহত ডিবি উত্তরের সহকারী কমিশনার (এসি) রবিউল করিম এবং বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে।
শনিবার বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে তাদের জানাজা অনুষ্ঠিত হবে।
গতকাল রাতে রাজধানীর গুলশানের ২ নম্বর সড়কের ৭৯ নম্বর বাড়ির হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারীদের হামলায় ডিবি উত্তরের সহকারী কমিশনার (এসি) রবিউল করিম এবং বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ নিহত হন।এ ঘটনায় ছয় জঙ্গি নিহত হন। এছাড়া আহত হন আরও অনেকে। তবে হত্যার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় ২০ জন নিহত হয়েছে।