ড. গোলসান আরা বেগমঃ
আধো স্বপ্নে দেখি মূদ্রায় লিখা সুখের তৃষ্ণা
ছাতা মাথায় ঘুরে ডানে বায়ে পায়ে পায়ে
লুকোচুরি খেলে মেঘের আড়ালে সংগোপনে
উদাসি হাওয়ায় ভাসিয়ে রাখে মায়াবি আঁছল।
নৃত্তের ভঙ্গিমায় দুঃখের ছায়া উপছায়া
গাঁথে মালা, উড়ে বেড়ায় চোখের তারায়
স্বপ্নগুলো সোনালি হয় সূর্যের গোধূলি রঙে
অহংবোধের রোদেলা দুপুর দেয় উপহার।
চাঁদের মত এক পায়ে দাঁড়িয়ে থাকে মন তরঙ্গ
স্বপ্ন আর দুঃখ ডুবে থাকে গভীর মৌনতায়
প্রবল বিদ্রোহে দৌঁড়ায় কে যাবে আগে পড়ে
বিলাসী ঘুম কেড়ে নেয় জীবনের রৌদ্রছায়া।