মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজে ল্যাব সহকারী চার পদে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় সকল প্রার্থী অকৃতকার্য হওয়ায়, পরীক্ষাটি বাতিল করেছেন কর্তৃপক্ষ।
কলেজ সূত্রে জানা গেছে, জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ল্যাব সহকারী চার পদে (রসায়ন, পদার্থ, উদ্ভিদ ও প্রাণীবিদ্যা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) জনবল নিয়োগের জন্য গত ৯ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চার পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী আবেদন করেন।
শনিবার (৭ অক্টোবর) কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় চার পদে ২৪ জন প্রার্থী অংশ নেয়। কিন্তু লিখিত পরিক্ষায় কোন প্রার্থী কৃতকার্য হয়নি। তাই নিয়োগ পরীক্ষাটি বাতিল করেন কর্তৃপক্ষ।
নিয়োগ কমিটির সদস্য সচিব অর্থনীতি বিভাগের প্রভাষক রায়ান আহম্মদ সিদ্দিকী বলেন, আমরা শুরু থেকেই স্বচ্ছ ও নিরপেক্ষ একটি নিয়োগ পরীক্ষার মাধ্যমে জনবল নেয়ার চেষ্টা করছি। সকল প্রার্থী অকৃতকার্য হওয়ায় নিয়োগ কমিটির সিন্ধান্ত মোতাবেক পরীক্ষা বাতিল করা হয়েছে।
গভর্নিং বডির সভাপতি (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া জানান, লিখিত পরীক্ষার শর্তানুযায়ী উর্ত্তীণ প্রার্থী না পাওয়ায় নিয়োগের কার্যক্রম বাতিল করা হয়েছে।