হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার খেলার মাঠগুলো এখন প্যারেড গ্রাউন্ডে রুপ নিয়েছে। প্রশান্ত মহাসাগর থেকে কৃষ্ণ সাগর পর্যন্ত দেশটির স্কুলগুলোতে নার্সারি গ্রেডের শিশুরা ইউনিফর্ম পরে মার্চের প্রশিক্ষণ নিচ্ছে। এর থেকে একটু বেশি বয়সী শিশুরা পরিখা খনন থেকে শুরু করে গ্রেনেড নিক্ষেপ এবং গুলি চালানো শিখছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির স্কুলগুলোতে এখন সশস্ত্র বাহিনীর পরিষেবাকে মহিমান্বিত করা হচ্ছে। কিশোরদের স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করা হচ্ছে এবং মাতৃভূমি রক্ষায় জাতীয় পাঠ্যক্রমের বিষয়বস্তু পরিবর্তন করা হয়েছে। সংক্ষেপে বলা হছে, রাশিয়ান শিশুদের যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে রাশিয়ার সরকারি স্কুলগুলোতে সামরিকীকরণ তীব্রতর হয়েছে।
রাশিয়ার শিক্ষারমন্ত্রী সের্গেই ক্রাভাতসোভ সম্প্রতি বলেছেন, স্কুল এবং কলেজে এখন অন্তত ১০ হাজার সামরিক-দেশপ্রেমিক ক্লাব। গত আগস্টে ভ্লাদিমির পুতিন স্কুলের জন্য নতুন বাধ্যতামূলক কোর্সের জন্য এক আইনে স্বাক্ষর করেন। সেই কোর্সের নাম- মাতৃভূমির নিরাপত্তা ও প্রতিরক্ষার মৌলিক বিষয়।
পরবর্তী সময়ে দেশটির শিক্ষামন্ত্রণালয় এই পদক্ষেপের অংশ হিসেবে সামরিক- স্পোর্টস গেমস, সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, ড্রোনের ওপর পাঠদান- এসব কোর্স অন্তর্ভুক্ত করে।
রাশিয়ার স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে সিএনএন এক জরিপে জানতে পারে, দেশটিতে সাত থেকে আট বছর বয়সীরা মৌলিক সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। গত জুলাই মাসে দেশটির বেলগোরদ অঞ্চলে শিশুরা স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার, মেশিনগান জড়ো করার মতো প্রশিক্ষণ নিয়েছে।
এ ছাড়া মে মাসে দেশটির ক্রাস্নোদরে কয়েক ডজন শিশু- যাদের বয়স সাত-আট বছরের বেশি না তারা সেনা ও নৌ বাহিনীর ইউফর্ম পরে মার্চ করেছে। ভোলোগদায় এক প্যারেডে ছোট এক শিশু অংশ নেয়। সে এক কর্মকর্তাকে বলে, কমরেড প্যারেড কমান্ডা! প্যারেড প্রস্তুত, আমি কমান্ডার উলিয়ানা শুমেলোভা।